আপামর বাঙ্গালীর কাছে অন্যতম জনপ্রিয় গায়ক রূপঙ্কর বাগচী। যিনি বাংলা গানকে জীবনের রসদ করে মুগ্ধ করেছে দর্শকমহলকে। এবার গায়ক নিজেই তুলে ধরলেন বাংলা গানের বর্তমান বাস্তবতা।
গায়ক হবার প্রথমের দিনগুলো সম্পর্কে রূপঙ্কর বলেন, ‘আমি অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। গান গেয়ে রোজগার না করলে খেতে পাব না, এই চিন্তাটাই মাথায় ছিল।’
বর্তমান যুগে বাংলা গান গেয়ে আর্থিক দিক থেকে সাফল্য পাওয়া খুব কঠিন এমনটাই মনে করেন রূপঙ্কর। গায়কের কথায়, ‘বেতারে আর বাংলা গান বাজে না। স্বাধীন বাংলা আধুনিক গান গেয়ে উপার্জনের রাস্তা প্রায় বন্ধ। বড় প্রযোজনা সংস্থার ছবিতে গান পেলে হয়তো কিছুটা সম্ভাবনা থাকে, কিন্তু নতুন বাংলা গান দিয়ে নিজেকে দাঁড় করানো খুব কঠিন।’
তবে নতুন গান কি দর্শকের কাছে পরিচিতি পাচ্ছে না। এই প্রসঙ্গে রূপঙ্কর বলেন, ‘দোষ গায়কদের নয়। বরং তাঁদের প্রচারের কোনও মাধ্যম নেই বলেই গান পৌঁছচ্ছে না শ্রোতার কাছে। “আমাদের সময়ে রেকর্ড কোম্পানিগুলো প্রচারের দায়িত্ব নিত। এখন শিল্পীরা নিজেরাই কীভাবে নিজেদের প্রচার করবে?’
সুত্রঃ https: // tollytales. com /