যতদিন যাচ্ছে ততই টানটান উত্তেজনা বাড়ছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক ঘিরে। আপাতত অনুরাগীদের মনে একটাই সংশয় আর্য সিংহ রায় নাকি হিন্দোল, কার সাথে বিয়ে হবে অপর্ণার?
তবে অপর্ণার সাথে ডাক্তার হিন্দোলকে কিছুতেই মেনে নিতে পারছেন না দর্শক। এদিকে আর্য-অপর্ণার সম্পর্ক কিছুতেই মেনে নিতে পারছেন না অপর্ণার বাবা-মা। এদিকে হিন্দোল অপর্ণার বিয়ে ভাঙা নিয়ে দর্শকের জোর গুঞ্জন।
বিয়ে ভাঙার কারণ নিয়ে দর্শকের চর্চা, বিয়ের আসরেই হিন্দোলের কুকীর্তি ফাঁস হতেই ভেস্তে যাবে বিয়ে। এমন সময়ে ধারাবাহিকের আগামী পর্বের বার্তা দিলেন ‘হিন্দোল’ ওরফে মৃত্যুঞ্জয় ভট্টাচার্য।
আনন্দবাজার ডট কম কে হিন্দোল ওরফে মৃত্যুঞ্জয় জানান, “হিন্দোল-অপর্ণার বিয়ে হলে তো ধারাবাহিক শেষ! দর্শকও আমায় আস্ত রাখবেন না।”
মৃত্যুঞ্জয়’র কথা সামনে আসতেই কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন দর্শক। হিন্দোলের কথাতেই স্পষ্ট যে সবশেষে আর্য-অপর্নারই মিল হতে চলেছে। সেটার উওর মিলবে আগামী পর্বের অপেক্ষায়।