টলিউডের বিচ্ছেদের খবর নতুন কিছু নয়। তবে বেশ কিছু শিল্পীদের ডিভোর্স নিয়ে একটু বেশিই চর্চা হয়, যা বহুদিন ধরে চলতে থাকে। যেমন অভিনেত্রী সুস্মিতা রায়ের। অভিনেতা সায়ক চক্রবর্তীর দাদা সব্যসাচী চক্রবর্তী এবং সুস্মিতার রায়ের ডিভোর্স চর্চা।
ইদানীং প্রায় তাদের নিয়ে চর্চা হচ্ছে। এর আগেও একাধিক বার সাক্ষাৎকারে সায়কের বৌদি সুস্মিতা জানিয়েছেন তাদের মধ্যে কোনও চুলোচুলি নেই, দুজনের কিছু সমস্যার জন্য তারা আলাদা হয়েছেন। তাই কাঁদা ছোড়াছুড়ি হোক তারা চান না।
সম্প্রতি আবারও সুস্মিতাকে কাজ, বিয়ে ভাঙা নিয়ে Tolly Factz ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকার দিতে দেখা গেল। এই সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ডিভোর্স নিয়ে তার জীবনে কোনও আক্ষেপ নেই। তবে তিনি শিখেছেন আত্ম সম্মানটা জরুরী, আবেগে ভেসে যাওয়া থেকে তিনি সচেতন থাকবেন।
অভিনেত্রী আরও জানান তাদের দুই পরিবারের মধ্যে কোনও সমস্যা নেই কিন্তু বাইরের কিছু মানুষ এই নিয়ে সমালোচনা করছেন।
সুস্মিতার কাছে প্রশ্ন রাখা হয়, কুটনি বৌদি ডাকটা কি তিনি মিস করেন? উত্তরে সায়কের বৌদি জানান, “হ্যাঁ, একটু তো মিস করেন কারণ ভালো তো বাসি, ভালো এখনো বাসি পরিবারের মানুষগুলোকে। সেইগুলো তো ভোলা যায় না।
এরপরেই এই ইউটিউব চ্যানেলের তরফ থেকে তাকে প্রশ্ন করা হয় যদি আবার সুযোগ হয় একসাথে থাকার তাহলে কি তিনি ফিরে যাবেন? প্রথমে একটু থমকে গিয়ে সুস্মিতা বলেন, “সেটা নিয়ে তো আমরা কেউ ভাবিনি, এরকম কিছু হলে তো তোমারা সোশ্যাল মিডিয়ায় জানতে পারবেই।” তাহলে আবার কি আশা রয়েছে?