ইংরেজি মিডিয়াম স্কুলে বাংলায় ইন্টারভিউ! তিয়াসা রায়ের নতুন ধারাবাহিক ‘বাংলা মিডিয়াম’-এর প্রোমো পছন্দ হল না দর্শকের, ধারাবাহিক শুরুর আগেই ট্রোলিং-এর মুখে চ্যানেল

বাংলা মিডিয়াম

স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক ‘বাংলা মিডিয়াম’। ধারাবাহিকের দ্বিতীয় প্রোমো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ধারাবাহিকের রয়েছেন ‘কৃষ্ণকলি’ খ্যাত নীল-তিয়াসা। এই দুই জনকে একসঙ্গে ছোটপর্দায় দেখার জন্য এতদিন দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছিল। কিন্তু ধারাবাহিকের প্রোমো তেমন মনে ধরল না দর্শকের।

ধারাবাহিক শুরুর আগেই ট্রোলিং-এর মুখে পড়তে হল ‘বাংলা মিডিয়াম’ সিরিয়ালটিকে। কারণ অধিকাংশ নেটিজেন ধারাবাহিকের প্রোমোতে ‘গাঁজাখুরি’ দৃশ্য খুঁজে পেলেন। এমনকি দর্শক জানিয়ে দিয়েছেন প্রোমো দেখেই বোঝা যাচ্ছে সিরিয়ালের গল্প একদমই ভালো না।

আসলে প্রোমোতে দেখানো হয়েছে নায়িকা কাটোয়ার মেয়ে ইন্দিরা, যে কিনা বাংলা স্কুলে পড়াশুনো করেছেন এবং নিজের গ্রামে গাছের নিচে ছোট ছোট বাচ্চাদের পড়াশুনো শেখায়। এই নায়িকা একদিন শহরে বিরাট নামকরা ইংরেজি মিডিয়াম চাকরি করবে। এই পর্যন্ত সব ঠিক ছিল। তবে ধারাবাহিকের দ্বিতীয় প্রোমোতে দেখা যায় ইংরেজি মিডিয়ামে চাকরির পরীক্ষা দিতে গিয়ে বাংলায় ইন্টারভিউ দেয় সে। এমনকি সেখানে ক্লাসে গিয়ে বাংলা ভাষায় ইংরেজি পড়াচ্ছে। যা দেখে একটু অবাস্তব লেগেছে অধিকাংশ নেটিজেনদের। অনেকে আবার চ্যানেলকে প্রশ্ন করেছে, “এটা কি বাস্তবে সম্ভব?”। বলাই বাহুল্য, ধারাবাহিকের কনসেপ্টে শুরুতেই মন ভরেনি দর্শকের। এবার দেখার বিষয় পর্দায় কতটা সফল হতে পারে নীল-তিয়াসা।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here