বিয়ের পর উত্তম কুমারের নাতবৌ হিসেবে প্রথম পুজো দেবলীনার। তাই এইবছর কোজাগরী লক্ষ্মীপুজোয় গৌরী দেবীর আদলে চিরাচরিত প্রতিমা, নিষ্ঠা ভরে আচার পালন করলেন দেবলীনা কুমার। সঙ্গী ছিলেন স্বামী গৌরব চট্টোপাধ্যায়কে।
উত্তমকুমারের বাড়ির লক্ষ্মীপুজোয় এবার গৌরব-দেবলীনা যথেষ্ট আয়োজন করেন। একেবারে বাংলার বধূর বেশে সেজেছেন ঘরের লক্ষ্মী দেবলীনা কুমার। তার পরনে চওড়া জরি পাড় সাদা বেনারসি, সিঁথিতে সিঁদুর এবং গা ভর্তি গয়না। অন্যদিকে গৌরব সেজেছেন সাদা ধুতি পাঞ্জাবিতে।
বিয়ের আগেও নিজের বাড়িতে পুজোর প্রতিটি নিয়ম পালন করতেন দেবলীনা। তবে বিয়ের প্রথম শশুর বাড়ির পূজা একা নিজের হাতেই আয়োজন করলেন। যদি পাশে থেকেছেন গৌরব। এদিন পুজোতে উপস্থিত ছিলেন দেবলীনার দুই ননদ নবমিতা ও মৌমিতা, শাশুড়ি মা।