‘বাবা পাশে থাকলে বড় সেলিব্রেটি হয়ে যেতাম’ ক্ষোভ প্রকাশ কুমার শানু’র ছেলের জান কুমারের

জান কুমার

বলিউডে নব্বইয়ের দশকের প্রথম সারির জনপ্রিয় প্লেব্যাক গায়ক তিনি। রাহুল দেব বর্মণের মতো তাবড় তারকা সুরকারের সঙ্গে কাজ করেছেন। একাদিক নামীদামি পুরস্কারও তার থলেতে। সেই জনপ্রিয় কুমার শানুর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তারই ছেলে জান কুমার শানু।

কুমার শানু পুত্রের বাবার বিরুদ্ধে অভিযোগ, “বাবা পাশে থাকলে তিনি এতদিনে একজন বড় তারকা হয়ে যেতেন। তার বাবা কাজের ক্ষেত্রে তাঁকে কোনও সাহায্যেই করেননি”।

প্রসঙ্গত, কুমার শানুর এবং প্রাক্তন স্ত্রীর সন্তান হলেন জান কুমার। জানের ৬ মাস বয়সে তার বাবা এবং মায়ের ডিভোর্স হয়ে যায়। ‘বিগ বস ১৪’ সিজেনে প্রতিযোগী হিসাবে মাঝেমধ্যেই নিজের বাবার বিরুদ্ধে অভিযোগ করতে দেখা যেত তাঁকে।

একসময় জানু কুমার জানান, “আমার বাবা কাজের ক্ষেত্রে আমাকে একটুও সাহায্য করেনি। যদি করতেন, তাহলে আজ আমি ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় বড় তারকারদের মধ্যে একজন হতাম। তবে আমার কারো বিরুদ্ধে অভিযোগ নেই। কারণ আমি ঈশ্বরকে বিশ্বাস করি। তিনি নিশ্চয়ই আমার জন্য কোনও প্ল্যান করে রেখেছেন”।

কুমার শানুর ছেলের আরও অভিযোগ, “আমি তো জানতামও না আমার বাবার বিষয়ে। অনেক বড় বয়সে জানতে পেরেছি ওঁর ব্যাপারে। আমি জানি না, কেন উনি গায়ক হয়ে ওঠার জন্য সাহায্য করেননি বা আমার হয়ে প্রচার করেননি”।

তবে কুমার শানু এর আগে দাবি করেছিলেন, “ছেলের জন্য যতটুকু প্রয়োজন তিনি দায়িত্ব পালন করেছিলেন। এমনকি জানের ব্যাপারে বড় বড় পরিচালকদের সঙ্গে কথাও বলেছিলেন”।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here