‘পার্শ্ব চরিত্রে কাজ করেছি তাই কেউ বিশেষ আশা রাখেনি, ভেবেছিল বেশিদিন টিকবে না’…বাংলার টপার হতেই মুখ খুললেন উদয়

অভিনেতা উদয় প্রতাপ সিংহ

বর্তমানে জি-বাংলার টপার ধারাবাহিক হল ‘পরিণীতা’। সকলকে হারিয়ে আজ প্রথম স্থান ছিনিয়ে নিল এই মেগা। তবে শুরু থেকে ধারাবাহিকের নায়ক-নায়িকাকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছিল। প্রোমো আউট হওয়ার পর অনেকেই দাবি করেছিলেন এই ধারাবাহিক খুব বেশিদিন টিকবে না।

বাংলা টপার ধারাবাহিক হওয়ার পরেই নিজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ধারাবাহিকের নায়ক রায়ান ওরফে অভিনেতা উদয় প্রতাপ সিংহ। এর আগে একাধিক ধারাবাহিকে উদয় পার্শ্বচরিত্রে কাজ করেছেন। মিঠাই ধারাবাহিকের হাত ধরেই রাতারাতি জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা। এই প্রথম নায়কের চরিত্রে তার অভিনয়।

হিন্দুস্তান টাইমস বাংলাকে উদয় জানান, ‘আমি প্রচণ্ড সন্তুষ্ট। এতটা আশা করিনি, যে এত ভালো রেন্সপন্স পাব, আস্তে আস্তে বেঙ্গল টপার হয়ে যাব। পরিণীতা সবে শুরু হয়েছে, প্রথম সপ্তাহ থেকেই আমরা ভালো নম্বর এনেছি টিআরপি তালিকায়, স্লট দখলে রেখেছিলাম। কিন্তু আমাদের প্রথমদিকে কেউ সিরিয়ালসি নেয়নি। নায়িকা নতুন, আমি এতদিন ধরে পার্শ্ব চরিত্রে কাজ করেছি। তাই আমাদের থেকে কেউ বিশেষ আশা রাখেনি, প্রথমে অনেক সমালোচনা হয়েছে, লোকে ভেবেছিল বেশিদিন টিকবে না। তবে আমি খুশি যে দর্শক আমাদেরকে, আমাদের কাহিনিকে গ্রহণ করেছে।’ নিজের পরিচালকেই সবচেয়ে বড় ক্রেডিট দিয়েছেন এই জয়ের জন্য।

উদয়ের মতে, গল্প ভালো না হলে যত বড়ই তারকাকে নাও কিছুই চলবে না। তাই পর্দার পিছনে যাঁরা কাজ করে তাঁরাও খুব জরুরি।

অভিনেতা আরও বলেন, ‘শুরুতে পাতি কথায় কেউ আমাদের পাত্তা দেয়নি। বলেছিল এটা একটা ব়্যানডম সিরিয়াল, ৩-৪ মাসে বন্ধ হয়ে যাবে। ফ্লপনীতা বলা হত আমাদের সিরিয়ালকে। কিন্তু কিছুই বলতে চাই না। দর্শকদের জন্যই আমাদের এত মেহনত। সমালোচনা তো থাকবেই, সেটাও মাথা পেতে নিতে হবে। সবাই ভালো বলবে এটা তো হতে পারে না। তবে সেটা যেন গঠনমূলক সমালোচনা হয়, ব্যক্তিগত স্তরে গিয়ে সমালোচনাটা গ্রহণযোগ্য নয়। সমালোচকরা আমাদের কাজটা যারা হেট করেছিল, তারা আমাদের আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করেছিল। নিজের কাজটা মাথা নীচু করে করে যেতে হবে। যে যা বলছে বলুক।’

সুত্রঃ bangla . hindustantimes . com