আজ থেকে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে নতুন অধ্যায় শুরু হতে চলেছে। পুরনো গল্প নতুন ছন্দে। সব বিতর্ক কাটিয়ে এবার গল্প হতে চলেছে স্বাভাবিক। ইতিমধ্যে নতুন নায়িকা নবাগতা শিরিন পালের সাথে শুটিং সেরেছেন আর্য। তাদের বেশ কিছু রোম্যান্টিক মুহূর্ত সামনে এসেছে যা মন প্রাণ জুড়িয়ে গিয়েছে দর্শকদের। এতদিন এরকম দৃশ্য দেখতে চেয়েছিলেন দর্শকরা। যা অভিনেত্রী দিতিপ্রিয়া রায় মেটাতে পারেনি।
নতুন নায়িকা যেন এসেই নিন্দুকের মুখ বন্ধ করে দিয়েছেন। আজ থেকে পর্দায় এন্ট্রি হবে তাঁর। তবে তাঁর আগেই নতুন অপর্ণাকে নিয়ে মুখ খুললেন তাঁর পর্দার আর্য স্যার।
আজকের প্রি-ক্যাপের এপিসোডের একটি ভিডিও শেয়ার ফেসবুকে শেয়ার করে নিয়েছেন অভিনেতা জিতু কমল। নতুন নায়িকার উদ্দেশ্যে তিনি লেখেন, ” নিজেরা দেখবেন তারপর বিচার করবেন, দয়া করে অন্যের দ্বারা প্রভাবিত হবেন না। ভালো না লাগলে,ভালো লাগছে না বলবেন। কোনও অসুবিধা তো নেই। আপনাদের সিদ্ধান্ত শিরোধার্য, আপনারাই তো আমার ভগবান। আমার ভয় কিসের!”
নতুন অপর্ণাকে নিয়ে জিতু আরও লেখেন, “তিন দিন কাজ করলাম, দুর্দান্ত অভিনেত্রী। সত্যি বলছি। ডিরেক্টর কে খুব একটা বেশি খাটতে হবে না। খুব তাড়াতাড়ি ধরে নিতে পারে কাজ। খুব তাড়াতাড়ি বুঝতে পারে। আর বিবেক-শিক্ষিতা তো,তাই জন্য ওর মধ্যে একটা বিবেক কাজ করে,যে কতটুকু আমি শুনবো আর কতটুকু শুনবো না।”
অভিনেতা আরও বলেন, “খুব সুন্দর হবে আমাদের কাজ এই আশা রাখি। এটাও জানি,আপনারা পাশে ছিলেন এবং পাশে থাকবেন। নতুন শুরু করেছে তাকে উৎসাহিত করবেন। নীচে টেনে নামানোর চেষ্টায় ওর মন ভেঙে দেবেন না। কিছু কিছু মানুষ তবুও করবেন তাদেরকে আর কী বলব বলুন।তারা তাদের কাজ করে যাবেন, আমরা আমাদের কাজটুকু করি।”

