‘আর্য স্যারকে ছাড়া আমি বাঁচব না মা’, মাকে জানিয়ে দিল অপর্ণা! ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে নতুন মোড়

চিরদিনই তুমি যে আমার

জি-বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে এবার জমজমাট পর্ব। শুরু হবে আর্য আর অপর্ণার ভালোবাসার লড়াই। যারা এই ধারাবাহিকের নিয়মিত দর্শক তারা জানেন গঙ্গার বক্ষে অপর্ণাকে নিজের মনের কথা উজাড় করে দেয় আর্য।

তবে নতুন পথ চলা শুরু হতেই বাঁধা হয়ে দাঁড়ায় মীরা। মীরা আর্য আর অপর্ণার ছবি দেখিয়ে অপর্ণার বাবা সতীনাথকে জানিয়ে দেয়। মেয়ের কান্ড দেখে অসুস্থ হয়ে পরবে সতীনাথ।

সদ্য ধারাবাহিকের একটি নতুন প্রোমো সামনে এসেছে। প্রোমোতে দেখা যাচ্ছে হাসপাতালে অপর্ণার বাবার চিকিৎসার খরচ দেয় আর্য। হাসপাতালে বাইরে দাঁড়িয়ে অপর্ণা আর্যের সামনে কান্নায় ভেঙে পড়ে। অপর্ণাকে বলতে শোনা যায়, “স্যার আমি একদিন আপনার সব টাকা শোধ করে দেব।” আর্য অপর্ণাকে শান্তনা দিয়ে জানায়, “তোমার ভালোবাসার ঋণ আমি কীভাবে মেটাবো অপর্ণা।” উত্তরে অপর্ণা বলে আমি আপনাকে এইভাবেই ভালোবেসে যাবো।

আর্য আর অপর্ণার সব কথোপকথন শুনে ফেলে অপর্ণার মা সুমি। অপর্ণাকে কষিয়ে থাপ্পড় মারে সুমি। অপর্ণাকে তার মাকে জানিয়ে দেয় আমি আর্য স্যারকে ছাড়া বাঁচতে পারব না। এবার বাবা-মায়ের জন্যই কি তাহলে আর্যের জীবন থেকে দূরে সরে যাবে অপর্ণা?