চলতি বছরেই ১৯ শে জানুয়ারি অভিনেতা রুবেল দাসের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। যমুনা ঢাকির সেট থেকে তাদের পরিচয়। সেখান থেকেই প্রেম পরে বিয়ে করেন।
এই মুহূর্তে ‘তুই আমার হিরো’ ধারাবাহিকে অভিনয় রুবেল দাস এবং ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে অভিনয় করছেন শ্বেতা ভট্টাচার্য। এই মুহূর্তে চুটিয়ে সংসার করছেন তিনি।
সংসার আর ক্যারিয়ার দুটোই সমান তালে সামলাচ্ছেন শ্বেতা। সম্প্রতি মায়ের ৬০ তম জন্মদিন উদযাপন করেছেন। আর এদিন এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজের মনের কথা জানান।
সাক্ষাৎকারে শ্বেতাকে প্রশ্ন করা হয়, তিনটে সুপার পাওয়ার চাইতে বললে তিনি কি চাইবেন? উত্তরে অভিনেত্রী জানান, এক ‘ আমার বাবা-মা, আমার বর এবং আমার বরের পরিবার তাদের সকলে যেন দীর্ঘায়ু হয়’। দুই, যেন আমি বাবা-মার মুখে সারাজীবন এইভাবে অন্ন তুলে দিতে পারি। আর তিন যখন সময় আসবে তখন যেন আমি কন্যা সন্তানের মা হতে পারি’।
কন্যা সন্তানের মা হতে চান শ্বেতা। তাহলে কি খুব শীঘ্রই সুখবর আসতে চলেছে? সেটা তো সময় বলবে।