বেশকিছু দিন ধরেই চর্চায় উঠে এসেছেন অভিনেত্রী মমতা শঙ্কর। তার বেশ কিছু মন্তব্য বহু বার বিতর্ক সৃষ্টি করেছে। কখনো শাড়ি পড়ার ধরণ তো কখনো আবার স্যানিটারি ন্যাপকিন। যা তুমুল সমালোচনার হয়েছিল।
অভিনেত্রীর মন্তব্যে পাল্টা মন্তব্যে করেন অনেক টলি পাড়ার তারকারা। মমতা শঙ্কর মুখ খুললেই যেন সেটা বিতর্ক হয়ে দাঁড়ায়। ফের আবারও তার মন্তব্যে একাধিক অভিযোগ করছেন নেটিজেনরা।
সম্প্রতি দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে মমতা শঙ্কর জানিয়েছেন, ‘আমি যখন ঠাকুরের ভোগ রান্না করি। আমি নিজে খেয়ে দেখি। অনেকেই বলে চাখতে নেই। আমার মা-ও এটা করতেন। ঠাকুরকে যখন ফুল দেই, আমার বাগানের বেল ফুল হয়, সেটা শুঁকে ঠাকুরকে দিলাম। যদি খেয়ে দেখি নুন মিষ্টি সব ঠিক আছে, তখন তা নিবেদন করলাম। আমি তো মা। যখন ছেলেদের ছেলেবেলায় কিছু খাওয়াতাম, তা চেখে দেখতাম। যে খারাপকিছু পড়েনি তো। আমার মনে হবে যেটা সবচেয়ে ভালো আমি সেটাই দেব।’
অভিনেত্রীর করা এই মন্তব্যের ক্লিপিং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। অধিকাংশ নেটিজেন তার এই মন্তব্যে রাগ প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, ‘ঠাকুর দেবতাদের নিয়ে ছেলেখেলা বন্ধ করুণ’। তো আবার কারো অভিযোগ, ‘চেখে দেখা মানেই তো আপনি এঁঠো করে ফেললেন। এটা উচিত নয়।’ বেশ কিছু নেটিজেন অভিনেত্রীর এই মন্তব্যেকে আবার সমর্থন জানিয়েছেন।