‘আজ সব বলব…আমাকে আর আমার মাকে দিনের পর দিন যেভাবে…ডিভোর্সের জন্য কি সব সময় মেয়েরাই দায়ী…’, প্রথমবার ডিভোর্স প্রসঙ্গে কটাক্ষের পাল্টা জবাবে মুখ খুললেন সুস্মিতা রায়

অভিনেত্রী সুস্মিতা রায়

অভিনেত্রী সুস্মিতা রায়, এখন যেন সোশ্যাল মিডিয়ায় সকলের মূল আলোচনার কেন্দ্র বিন্দু তিনি। একজন মহিলা হয়ে সবকিছুকে ইগনোর করে কীভাবে নিজের লক্ষ্যে এগিয়ে যেতে হয় তা তিনি প্রমাণ করে দিয়েছেন। বর্তমানে তিনি দুটি কোম্পানির মালকিন। ছোট থেকে দেখা  নিজের স্বপ্ন নিজেই পূরণ করেছেন অভিনেত্রী।

তবে এত কিছুর মাঝেও তাকে নিয়ে যেন সমালোচনা কিছুতেই বন্ধ হচ্ছে না। সব্যসাচীর সঙ্গে ডিভোর্সের পর আঙুল তোলা হয় তার দিকেই। ঘর ভাঙার জন্য অনেকেই দায়ী করেছেন সুস্মিতাকে। আবার ব্যবসার খোলার পর নিন্দুকদের বক্তব্য সুস্মিতা নাকি বদলে গেছেন। তার হাবভাব বেড়ে গেছেন, তার নাকি মাটিতে পা পড়ছে না। আবার সিঁদুর পড়া নিয়েও তাকে বিতর্কের মুখে পরতে হয়।

নেটিজেনদের এই কটাক্ষ এতদিন পাত্তা না দিলেও দিনের পর দিন যেন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। তাই আর চুপ করে থাকতে পারলেন না সুস্মিতা। একটি ভিডিওর মাধ্যমে ডিভোর্স প্রসঙ্গে কটাক্ষের ইতি টেনে সব কথা তুলে ধরলেন।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। ভিডিওতে তার ব্যবসায়িক জীবনের কিছু ঝলক রয়েছে। এই ভিডিওতে সুস্মিতাকে বলতে শোনা যায়, “আজ তোমাদের সামনে আমি নিজের সবটা তুলে ধরব। আমার সংস্থাগুলোর কি কাজ এবং আমি কিভাবে এই ব্যবসায় এলাম। তোমরা ভালো-মন্দ মিশিয়ে অনেক রকম কমেন্ট করো। ভালো কমেন্ট গুলো যেমন উৎসাহ দেয়, খারাপ কমেন্ট গুলো দেখলে আরও খারাপ লাগে। রক্তমাংসের মানুষ তো, তাও লড়ে যাই নিজের সঙ্গেই। চেষ্টা করব সেই লড়াইটা বোঝানোর, যদিও সবটা তো আর বলা যাবে না। অনেকে জানতে চান, কেন হয়েছে আমাদের ডিভোর্স? আগেই বলেছি এই নিয়ে আমি মন্তব্য করতে চাই না কিন্তু এই সমালোচনা যেন শেষ হচ্ছে না। কিছুদিন ধরে সেই আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছি আমি এবং আমার মা। আপনারা কোনও মেয়ের রে*প হলে অনেক আন্দোলন করেন। কিন্তু সামাজিক মাধ্যমে আমাকে আর আমার মাকে দিনের পর দিন যেভাবে কিছু মহিলা এবং পুরুষ মিলে সোশ্যালি এবং ভার্বালি রে*প করেছেন, তার প্রমাণ শেষ দু মাসের ভিডিও কমেন্ট। একটা প্রশ্ন রেখে গেলাম, ডিভোর্সের জন্য কি সব সময় মেয়েরাই দায়ী হয়?”