“স্বামীর সম্পত্তিরও ভাগ নেব…”, বললেন সুদীপা চট্টোপাধ্যায়

সুদীপা চট্টোপাধ্যায়

মহালয়ার পরই দেবীপক্ষের সূচনা। আর এই মহালয়ার দিনেই মৃত পূর্বপুরুষদের উদ্দেশে জল নিবেদন করা হয়। তবে এই রীতিতে একেবারেই বিশ্বাসী নন সুদীপা চট্টোপাধ্যায়। সুদীপার দাবি, বিয়েতে কন্যাদানের পরে গোত্রান্তর হয়ে গেলে নাকি আর পূর্বপুরুষকে জল দেওয়া চলে না।

সুদীপার কথায়, “আমি তর্পণ করি না। দাদারা করেন। আমি এই বিষয়টা মানি না। ইদানীং শুনি, অনেকেই অঞ্জলি দেওয়ার সময় ‘পুত্রাং দেহি’ বলতে চান না। বরং বলেন, কন্যাং দেহি, সন্তানং দেহি। এইগুলো অর্ধশিক্ষিতের কথা।”

সুদীপা বলেন, “যদি হিন্দুশাস্ত্র মতে বিয়ে করি, তা হলে তো কন্যাদান হয়। গোত্রান্তর হয়ে যায়। আমি এখন আর মুখোপাধ্যায় নই, এখন চট্টোপাধ্যায়। বাবা যা রেখে গিয়েছেন তা নিয়েই থাকব, তা তো নয়। স্বামীর সম্পত্তিরও ভাগ নেব। আর এখন তো আমি অন্য গোত্রের। তা হলে অন্য গোত্রে জল দেব কী করে? যদিও এই ভাবনাটা একান্তই আমার ব্যক্তিগত।”

সুদীপার মতে, যে সমস্ত মেয়েরা শ্রাদ্ধে বসেন কিংবা মুখাগ্নি করেন, তর্পন করেন তাদের ছোট করে একথা তিনি বলছেন না। এই ভাবনা অভিনেত্রীর একান্তই ব্যক্তিগত।