জয় আমার জীবনের প্রথম পুরুষ! ‘ওপারে থাকব আমি, তুমি রইবে এপারে’, জয়ের শ্রাদ্ধানুষ্ঠান চোখে জল অনন্যার

অভিনেত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায়

গত ২৫ অগস্ট প্রয়াত হন বাংলা চলচ্চিত্র জগতের অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। তার আকস্মিক মৃত্যুতে মেনে নিতে পারেনি কেউই। দেখতে দেখতে ১১ দিন কেটে গিয়েছে। আজ অভিনেতার শ্রাদ্ধানুষ্ঠান। ভারাক্রান্ত মন নিয়েই জীবনের প্রথম পুরুষের শেষ কাজে উপস্থিত ছিলেন প্রথম স্ত্রী অভিনেত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায়।

জয়কে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন অনন্যা। আনন্দ বাজার অনলাইনকে অনন্যা চোখে জল নিয়ে জানান, ‘আজ খালি মনে হচ্ছিল, ওপারে থাকব আমি, তুমি রইবে এপারে, শুধু আমার দু-চোখ ভরে দেখব তোমারে। আসলে জীবন তো থেমে থাকে না, শুধু ক্ষত ও কষ্ট থেকে যায়। চট করে প্রলেপ দেওয়া যায় কি!”

অনন্যা আরও জানান, “মায়ের ৮৭ বছর বয়স। সেদিন জয়কে ওই চন্দন-পরা অবস্থায় দেখতে চাননি তিনি। ছেলেকে ও ভাবে দেখার কষ্টটা নিতে পারতেন না। আজ শ্রাদ্ধানুষ্ঠানে ছিলেন। অনেকটা বয়স হল তো।”

প্রসঙ্গত, জয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর দিন অনন্যা জানিয়েছিলেন, ‘‘জয় আমার জীবনের প্রথম পুরুষ, প্রথম প্রেম, ভুলে যাই কী করে?’’