বাদাম বিক্রি করতে করতেই গান গেয়ে রাতারাতি সেলিব্রেটি হয়ে উঠেছিলেন ‘কাঁচা বাদাম’ গায়ক ভুবন বাদ্যকর। কিন্তু জনপ্রিয়তা পাওয়ার পর বাদাম বিক্রি করাই ছেড়ে দিয়েছিলেন তিনি। একবার স্টেজে উঠে জানিয়েছিলেন তিনি এখন সেলিব্রেটি আর বাদাম বিক্রি করবেন না। এরপরই ধেয়ে আসে কটাক্ষ। যদিও পরে তিনি ক্ষমা চেয়ে নেন সকলের কাছে।
সোশ্যাল মিডিয়ায় দৌলতে নিমিষের মধ্যে তারকা হয়ে উঠেছিলেন। চার চাকা, আইফোন, বড় বাড়ি সবই গড়েছিলেন। যদিও সেসব এখন অতীত। এখন ‘নুন আনতে পান্তা ফুরায়’ মতো অবস্থা তার। তার গানের কপিরাইট কিনে নিয়েছেন অন্য ব্যক্তি। তাই আর গান গাইতে পারছেন না তিনি। অন্যদিকে এখন আর তার কেউ খোঁজ নেয় না, কেউ আর কোনও অনুষ্ঠানে তাকে দিয়ে গাওয়ায় না। চরম অভাবের মুখে বাদাম কাকু।
কিছুদিন আগেই ফিরে গেছেন নিজের গ্রামের বাড়িতে। কিন্তু এভাবে বসে থাকলে আর সংসার চলবে না। তাই আবার বাদাম বিক্রি করার সিদ্ধান্ত নিলেন তিনি। তবে এবার আর রাস্তায় ঘুরে ঘুরে বাদাম ফেরি করবেন না। বাড়িতেই বাদামের ব্যবসা শুরু করবেন।
এক সংবাদমাধ্যমের কাছে ভুবন বাদ্যকর জানিয়েছেন, “বাদাম কতটা বিক্রি হবে জানি না। তবে সংসার চালাতে হবে। আবার বিক্রি করব। তবে এবার আর ঘুরে ঘুরে বিক্রি করব না বরং বাড়িতেই দোকান খুলব। বাড়ির মহিলারা বাদাম ভাজবেন এবং সেই বাদাম ভেজেই দোকানে বিক্রি করব”।