ভালো নেই রাতারাতি জনপ্রিয় হওয়া ‘কাঁচা বাদাম’ গানের গায়ক বীরভূমের ভুবন বাদ্যকর। কাঁচা বাদাম গান গেয়েই একসময় জনপ্রিয়তার শিখরে পৌঁছে ছিলেন ভুবনবাবু। টলি ছাড়িয়ে বলিউডের তারকারা তার গানে রিলশ বানিয়েছিলেন।
সেলিব্রেটি হওয়ার পর বাদাম বিক্রি করা ছেড়ে দিয়েছিলেন, চার চাকা- আইফোন থেকে বিশাল অট্টালিকা বানিয়ে ফেলেছিলেন ভুবন বাদ্যকর। কিন্তু সেই ভুবনবাবু আজ চরম অভাবের মুখে। এমনকি কাজ বন্ধ। কোনও মতে দিন কাটছে তার। একসময় ইউটিউবারদের ভিড় পড়ে যেত তার বাড়িতে, আজ তারই খোঁজ নেন না কেউ। রাতারাতি যেন জনপ্রিয়তা হারিয়ে ফেললেন।
তার গানের কপিরাইট কিনে ফেলেছে অন্য এক ব্যক্তি, তাই গান গাইতে পারছেন না বাদামকাকু। এমনকি চাঁদার জুলুমে নিজের বানানো স্বপ্নের অট্টালিকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। বর্তমানে দুবরাজপুরে একটি ভাড়া বাড়িতে রয়েছেন। হাতে বেশি টাকা নেই তার। এরপর কীভাবে দিন কাটবে তিনি জানেন না। তবে এতকিছুর মধ্যে আশা ছাড়েননি ভুবন বাবু।
আবার নতুন গান লিখছেন বাদাম কাকু, আর নতুন করে আশা বাঁধছেন। ইতিমধ্যে কপিরাইট নিয়ে আদালতে মামলা করেছেন কাঁচা বাদামের গায়ক। ভুবন বাবু নিজে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, “আমি গান ছাড়বো না। গানই আমার ভগবান। গানের দৌলতেই আমি আপনাদের কাছে পৌঁছেছি। সবার আশীর্বাদে আমি আজ এই জায়গায় পৌঁছেছি। খুব শীঘ্রই একটা নতুন গান বের করব”।