‘দিতিপ্রিয়ার সাথে আমার আর কোনও ছবি আসবে না’, সহ-অভিনেত্রীকে নিয়ে বড় সিদ্ধান্ত জিতুর

অভিনেতা জিতু কমল

বর্তমানে বাংলা টেলিভিশন পর্দায় চর্চায় রয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের জুটি আর্য আর অপর্ণা ওরফে অভিনেতা জিতু কমল এবং অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। এই ধারাবাহিকের হাত ধরে যেন তাদের ফ্যানদের সংখ্যা দ্বিগুণ বেড়ে গেছে।

এই মুহূর্তে দাঁড়িয়ে জিতু-দিতিপ্রিয়া সেরা জুটি তা বলার অপেক্ষা রাখে না। অনস্ক্রিন কাপল দের নিয়ে ভক্তদের একটু ভালোবাসা বেশিই থাকে তাই তারা তাদের অফস্ক্রিনে খুনসুটি, আড্ডা দেখতে চান। আবার ব্যতিক্রমও রয়েছে। নিন্দুকেরা অর্থাৎ যারা ভক্ত নন তারা অনস্ক্রিন কাপলদের কটাক্ষ করেন, আজেবাজে কথা বলেন। ঠিক তেমন ঘটনাই হল আর্য অর্থাৎ অভিনেতা জিতু কমলের সাথে।

কিছুদিন ধরে দিতিপ্রিয়ার সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করে নেন নিজের সোশ্যাল মিডিয়ায় জিতু। তাদের অফস্ক্রিন একটি ছবি শেয়ার করেন। যেই ছবি সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ঝড় তোলে। ভক্তদের যেমন সেই ছবি পোস্ট করে দিন ভালো করে দেন জিতু, বিপরীতে ধেয়ে আসে কটাক্ষ।

অভিনেতা জিতুর থেকে দিতিপ্রিয়া অনেক ছোট, তাই সহ-অভিনেত্রীর কথা ভেবেই বড় সিদ্ধান্ত নিলেন অভিনেতা।  সম্প্রতি ‘Tolly Factz’ ইউটিউব চ্যানেলের এক সাক্ষাৎকারে ছোটপর্দার আর্য জানান, দিতিপ্রিয়ার সাথে ছবি পোস্ট করায় তাকে অনেকে কুমন্তব্য করেছেন। অনেকে বলছেন তিনি নাকি নোংরা পোস্ট করেছেন। এসব কটাক্ষ নিয়ে তিনি কখনোই গায়ে মাখেন না, তবে দিতিপ্রিয়া অনেক ছোট তাই তার কথা ভেবেই এবার থেকে আর্য-অপর্ণার কোনও অফস্ক্রিন ছবি পোস্ট করবেন না তিনি।

জিতু বলেন, “আমার তরফ থেকে দিতিপ্রিয়ার সঙ্গে আর কোনও ছবি আসবে না।”  তিনি এও জানান, অফস্ক্রিনে খুব একটা বেশি কথা হয় না দিতিপ্রিয়ার সাথে কারণ তিনি নিজের ঘরে একা থাকতে পছন্দ করেন। তবে এখন তো তিনি আরও কথা বলতে ভয়ও পান যদিও তাদের নিয়ে আবার সমালোচনা হয়।