‘আমি আর বাংলা সিরিয়াল করব না’, ছোটপর্দাকে বিদায় জানালেন অভিনেত্রী মানসী সিনহা

অভিনেত্রী মানসী সিনহা

আজ অভিনেত্রী মানসী সিনহার শুভ জন্মদিন। Tv9 বাংলাকে জানালেন, কেক কাটার আজ হবে না। আগামীকাল স্বামী কলকাতায় ফিরলে জমিয়ে জন্মদিন পালন হবে, পোলাও মাংশ রান্নার দায়িত্ব নিয়েছে ছোট ছেলে। তবে জন্মদিনে বিশেষ ঘোষণা করলেন অভিনেত্রী।

অভিনেত্রী ছোটপর্দা থেকে বড়পর্দায় চুটিয়ে কাজ করেছেন। পা রেখেছেন পরিচলনাতেও। পরিচালকের আসনে আসার পর থেকে তাকে বাংলা সিরিয়ালে সেভাবে দর্শক দেখতে পারছেন না।

একসময় একাধিক ধারাবাহিকে কাজ করেছেন। কবে তাকে আবার বাংলা সিরিয়ালে দেখা যাবে? এই প্রশ্নের উত্তরে tv9  অভিনেত্রী জানান, আমি সিরিয়াল আর করবো না। কারণ আমার শরীর দিচ্ছে না। পায়ের সমস্যা রয়েছে। বহুদিন ধারাবাহিকে কাজ করেছি, এখন আর ধৈর্য্যে নেই। তাছাড়া আগামীতে যদি বহুদিন ধরে আমায় ইন্ডাস্ট্রিতে কাজ করতে হয়, তাহলে অবশ্যই ধীরে চলতে হবে। তবে ধারাবাহিকের দর্শকদের থেকে অনেক ভালবাসা পেয়েছি। তবে এখন আর ধারাবাহিকের কাজ করছি না।’