বাংলা চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী রত্না ঘোষাল। তাকে ছোটপর্দায় শেষবারের মতো দেখা যায় ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকে। এরপর তাকে আর বাংলা ধারাবাহিকে দেখা যায়নি।
৬২ বছরের অভিনয় জীবনে একাধিক বাংলা ছবি এবং ধারাবাহিকে কাজ করে গেছেন। নিজের অভিনয় দিয়েই দর্শকদের মাতিয়ে রেখেছেন। তবে আচমকাই ছোটপর্দা থেকে সরে গেলেন অভিনেত্রী। শোনা যাচ্ছে তিনি নাকি বিরক্ত তাই বাংলা সিরিয়ালে আর কাজ করতে রাজী নয়।
কেন বাংলা ধারাবাহিক ছাড়লেন বর্ষীয়ান অভিনেত্রী। এবার নিজেই মুখ খুললেন। আনন্দবাজার ডট কমের কাছে রত্না ঘোষাল জানান, ‘আর ধারাবাহিকে অভিনয় করব না বলে ঠিক করেছি আমি। এখনকার ধারাবাহিকে কোনও গল্পের ঠিক নেই। না আছে মাথা, না আছে মুন্ডু। সকাল থেকে শুটিংয়ে গিয়ে বসে আছি, দেখি চিত্রনাট্যই এসে পৌঁছোয়নি। মেকআপ রুমে বসে কত আর গল্প করব। এক এক দিন এমন হত সকালবেলা থেকে বসে আছি বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে তখনও চিত্রনাট্য আসেনি। তা হলে দৃশ্য কখন আসবে? আমি অভিনয়ই বা কখন করব। ওরাই বা আমায় রাত ৮টার মধ্যে ছাড়বে কী করে!’
বাংলা ধারাবাহিকের বেহাল দশার জন্য তিনি অভিনয় আর করতে রাজী নয় বরং ওটিটি প্ল্যাটফর্মে সুযোগ পেলে অভিনয় করবেন এমনটাই জানিয়েছেন।