‘প্রয়োজনে জনসমক্ষে জানাব’, সহ-কর্মীর সাথে বিতর্কের মাঝেই বললেন ‘অপর্ণা’ দিতিপ্রিয়া রায়

দিতিপ্রিয়া রায়

আপাতত টেলিপাড়া সরগম দিতিপ্রিয়া রায় এবং জিতু কমলের শুটিং সেটের বিবাদ নিয়ে। তাদের ঝামেলার অনেক আগে থেকেই। পূর্বে প্রযোজনা সংস্থা থেকে মিটমাট করা হলেও আবার মাথাচাড়া দিয়ে উঠেছে সেই বিবাদ।

জিতু সুস্থ হয়ে ফিরতেই ফের শুরু ঝামেলা। দিতিপ্রিয় নাকি জিতু’র সাথে শর্ট করতে রাজী নয়। এমনকি রোম্যান্টিক দৃশ্যে আপত্তি রয়েছে তাঁর। জিতু’র পোস্ট থেকে জানা যায় তাঁর শারীরিক অসুস্থতাকে নাটক বলে মনে করেন দিতিপ্রিয়া।

জিতু শুটিং সেটে সময়মতো পৌঁছে গেলে দিতিপ্রিয়া অনেক দেরিতে যান ইচ্ছাকৃত। বেশ কিছুদিন ধরেই এই জিনিস চলতে থাকে আর প্রোডাকশনের কয়েকজন জিতুকে ধারাবাহিক ছাড়তে বলে। আর তাতেই অপমানিত হয়ে শুটিং সেট থেকে বেরিয়ে আসেন নায়ক।

এরপর হত সোমবার এসভিএভ থেকে মিটিং করলেও সেই সমস্যার কোনও সমাধান মেলেনি। এদিকে অধিকাংশ দর্শক সোশ্যাল মিডিয়ায় ‘দিতিপ্রিয়াকে বয়কটে’র ডাক দিয়েছেন। এতদিন সব নিয়েই নীরব ছিলেন অভিনেত্রী। তবে এই প্রসঙ্গে তিনি মন্তব্য করতে রাজী নন।

এক নামী সংবাদমাধ্যমের তরফ থেকে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করলে দিতিপ্রিয়া বলেন, ‘আমি এ বিষয়ে এখন কোনও মন্তব্য করব না। আমার কিছু বলার থাকলে প্রয়োজনে জনসমক্ষে জানাব।’

সূত্রঃ বর্তমান প্রতিকা