‘কাজ চলে গেলে যাবে, কিন্তু নিজের শিল্পসত্ত্বাকে বিক্রি করতে পারব না’…বললেন ‘বাহামণি’ রণিতা দাস

রনিতা দাস

টলিউডে কাস্টিং কাউচ নিয়ে একাধিক বার বহু অভিনেত্রীরা মুখ খুলেছেন। সম্প্রতি এই একই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী বাহামণি ওরফে রণিতা দাস। এই প্রসঙ্গে অভিনেত্রীর মতে নিজে ঠিক থাকলে সব ঠিক থাকে।

টিভি ৯ বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে বাহা জানান, ‘সবার আগে নিজেকে সঠিক পথে রাখা জরুরি। শুধু আমার কাজের জায়গায় নয়, এটা সব জায়গার ক্ষেত্রেই প্রযোজ্য। রাস্তাঘাটে কোথাও কিছু ঘটলে সেটা দুর্ঘটনা। কিন্তু কাজের জায়গায় কেউ কোনও প্রলোভন বা কুপ্রস্তাব যদি দেয় তাতে সায় দেব কী দেব না সেটা একান্ত আমার উপর। সেই ব্যক্তির উপর নির্ভর করে। সায় না দিলে হয়তো কিছু কাজ পাবে না। কাজ কমবে। আমি যেমন কোনও কিছুর বিনিময়ে আমার শিল্পী সত্তাকে বিক্রি করতে পারব না। আমি কাজ করব। আর সেটার বিনিময়ে পারিশ্রমিক নেব, ব্যাস। আর বাইরে আমার কাছে অন্য কোনও প্রস্তাব এলে আমি তাতে সায় দেব না যদি না আমি সেই ব্যক্তির প্রেমে থাকি। তাতে যদি আমার কাজ যায়, যাবে। এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য মনের জোর দরকার।’

অভিনেত্রী আরও বলেন, “কলিযুগে নিজেদের চোখ,কান, নাক খোলা রাখা খুবই প্রয়োজন। এই যে রাত দখল হচ্ছে। সেখানে যেতে গেলেও নিজেদেরকে সজাগ থাকতে হবে। এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, এখনও পর্যন্ত কোনও পার্টিতে গেলে কারও গাড়িতে বাড়ি ফিরব! সেটার উপর আমি নির্ভরই করি না। নিজের গাড়ি, চেনা ড্রাইভার থাকলে তবেই সেই পার্টিতে যাব আমি। নিজেদের মেরুদণ্ডটা সোজা রাখতে। মনে করুন কাজের জায়গায় আমার গায়ে কেউ হাত দিয়েছে। আমার সেটা খারাপ লেগেছে। তেমনটা হলে আমি সঙ্গে সঙ্গে ফ্লোর ছেড়ে চলে যাব। আমি কাজ শেষ করে টাকা নিয়ে ছ’মাস পরে অভিযোগ জানাব না। সে দিক থেকে তো তাহলে আমারও ভুল থাকবে। আমার এই ব্যবহারেই আপত্তি। খারাপ মানুষ সর্বত্র আছে। সেটাকে সামলাতে জানতে হয়। এখনও পর্যন্ত এই ইন্ডাস্ট্রিতে আমার গায়ে হাত দেওয়ার সাহস কারও হয়নি।”
সূত্রঃ tv9bangla . com