আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, আগামী ১৯শে জানুয়ারি সাত পাকে বাধা পরতে চলেছেন এই মুহূর্তে টলিপাড়ার হিট জুটি শ্বেতা-রুবেল। গত চার বছরের সম্পর্ক পরিণতি পেতে চলেছে এই শুভ দিনে।
বিয়ের আগের মুহূর্তে জমিয়ে আইবুড়ো ভাত খাচ্ছেন এই জুটি। পাশাপাশি বিয়ের আগে তাদের প্রি-ওয়েডিং ফটোশুটও ইতিমধ্যে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। জোরকদমে চলছে বিয়ের প্রস্তুতি, এরই মাঝে শ্বেতা ভট্টাচার্যের সঙ্গে নতুন অধ্যায় শুরু করার আগে প্রতিশ্রুতিবদ্ধ ছোটপর্দার সৃজন ওরফে রুবেল দাস।
সপম্প্রতি কোন এক সাক্ষাতকারে রুবেল জানিয়েছেন, স্বামী হিসাবে সমস্ত রকম দায়িত্ব পালন করতে প্রস্তুত সে। এমনকি বিশেষ এডজাস্টমেন্টের প্রয়োজন নেই বলেই জানায় রুবেল। তাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়াই তাদের সম্পর্ককে মজবুত করবে এমনটাতেই বিশ্বাসী রুবেল। শ্বেতা- রুবেলের নতুন অধ্যায়ের সাক্ষী হতে অধীর আগ্রহে দর্শকমহল।