টিআরপি তালিকায় সেভাবে ভালো স্কোর করতে পারছে না জি-বাংলার ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকটি। তবে ধীরে ধীরে মানুষের মন জয় করতে শুরু করেছে এই ধারাবাহিক। আশা রাখা যাচ্ছে, আগামীদিনে আরও ভালো স্কোর করবে।
যারা ধারাবাহিকটি দেখেন তারা জানেন, মেঘকে খুশি করার জন্য নীল হানিমুনে নিয়ে যেতে চায়। কিন্তু নীল আর মেঘের হানিমুন নষ্ট করতে পাসপোর্ট সরিয়ে রাখে ময়ূরী। এয়ারপোর্টে পৌঁছানোর পর তারা দেখতে পায় তাদের ব্যাগে পাসপোর্ট নেই। বাড়িতে ফিরে আসার পরে সকলে মেঘকে জ্ঞান-হীন মেয়ে বলে দোষারোপ করতে থাকে।
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে মেঘের মিউজিক নোটবুকে পাসপোর্ট খুঁজে পায় নীল। এরপরই মেঘের উপর রেগে যায় এবং মেঘকে বাজে কথা শোনায় নীল। বাইরে খাবার টেবিলে সকলে তাকে অপমান করলে মেঘ ময়ূরীকে বলে এই কাজটা যে করেছে আমি সেই অপরাধীকে ঠিক খুঁজে বার করব’। মেঘের কথা শুনে চমকে ওঠে ময়ূরী। মেঘকে কি পারবে আসল অপরাধীকে খুঁজে বার করতে।

