সম্পর্কটা শুরু হয়েছিল ‘সবনিয়ে নিবেদন’ ধারাবাহিকের হাত ধরেই। রূপসী বাংলায় প্রথম তাদের জুটি দর্শকের নজর কাড়ে। কথা হচ্ছে বাংলা চলচ্চিত্রের দুই জনপ্রিয় তারকা অভিনেত্রী মধুমিতা সরকার এবং অভিনেতা সৌরভ চক্রবর্তীকে নিয়ে।
হয়তো অনেকেই জানেন সৌরভ এবং মধুমিতার ক্যারিয়ার শুরু হয় ছোটপর্দার হাত ধরে। ‘সবিনয়ে নিবেদন’ ধারাবাহিকে প্রথম জুটি বাঁধেন তারা। অনস্ক্রিন জুটি বাস্তবে পরিণত হয়। একসময় বিয়ে করেন দুজনে। ২০১৫-১৯ সাল ৪ বছর একসঙ্গে দাম্পত্য জীবন কাটায় তারপরেই বিচ্ছেদ হয়ে যায় তাদের মধ্যে। এই ব্যাপার নিয়ে কখনোই তারা মুখ খোলেননি।
তবে বিচ্চেদের পর দুজনের কেউ এখনও নতুন কোনও সম্পর্কে জড়ান নি। বর্তমানে মধুমিতা বড়পর্দার কাজ নিয়ে ব্যস্ত, অন্যদিকে সৌরভ পরিচালনার কাজে। অনেকেই হয়তো জানেন না, অভিনয় না করলেও এখন ওয়েব সিরিজ পরিচালনা করছেন সৌরভ। দেবশ্রী রায়ের নতুন ওয়েব সিরিজ ‘কেমেস্ট্রি মাসি’ তারই পরিচালক সৌরভ।
‘কেমেস্ট্রি মাসি’ ওয়েব সিরিজ নিয়ে আলোচনায় আনন্দ বাজার অনলাইনের কাছে এক সাক্ষাৎকার দেন অভিনেতা। সেই সাক্ষাৎকারেই উঠে আসে তার প্রাক্তন স্ত্রী অর্থাৎ মধুমিতার কথা। এর আগেও মধুমিতার সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি। এমনকি তার প্রাক্তন স্ত্রী সঙ্গে কোনও খারাপ সম্পর্ক নেই এমনটাই জানিয়েছিলেন।
এদিনের সাক্ষাৎকারে সৌরভ মধুমিতাকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, “মাঝেমধ্যে আমাদের যোগাযোগ হয়। আজ পর্যন্ত কাজের জায়গায় অন্য কোনও সমীকরণ বা বোঝাপড়াকে আমি কখনও আসতে দিইনি। দর্শকদের প্রতি সৎ থাকতে চেয়েছি। তাই ভবিষ্যতে কোনও কাজে যদি মনে হয় ওঁকে কখনও পরিচালনা করাতে চাই তাহলে অবশ্যই মধুমিতাকে প্রস্তাব দেব।”