‘আমার কোনও সমস্যা নেই…মা তো আমি হবই,’ সব্যসাচীর সঙ্গে বিচ্ছেদের আসল কারণ জানিয়ে মুখ খুললেন সুস্মিতা রায়

সুস্মিতা রায়

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চর্চায় রয়েছে অভিনেতা সায়ক চক্রবর্তীর পরিবার। সায়কের দাদা সব্যসাচী চক্রবর্তী আর বৌদি সুস্মিতা রায়ের বিচ্ছেদের খবরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। তাদের এত সুন্দর বন্ডিং ভেঙে যাবে কেউ কল্পনা করতে পারছেন না।

বিচ্ছেদের পর অভিনেত্রীর দিকে কটাক্ষ ধেয়ে আসছে। কারণ তিনি মেয়ে বলে। সব্যসাচীর দিকে তেমন কটাক্ষ নেই তবে সুস্মিতাকে অনেক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। অনেকে বলছে ব্যবসার জন্য স্বামীর থেকে আর্থিক সাহায্য নিয়েছে, আবার কেউ বলছেন ব্যবসার জন্যই স্বামীকে ছেড়ে দিয়েছেন সুস্মিতা। আবার কারো মতে বাচ্চা হওয়ার সমস্যা থাকার জন্যই নাকি বিচ্ছেদ তাদের।

তবে সোশ্যাল মিডিয়ায় তিনি বারবার অনুরোধ করেছেন তাদের দুজনের পরামর্শেই ডিভোর্স হয়েছে। তাই এই নিয়ে চর্চা না করার জন্য।

সম্প্রতি টলি টাইমের ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে বিচ্ছেদ, ডিভোর্স আর মা হওয়ার স্বপ্ন নিয়ে মুখ খুললেন সায়কের বৌদি সুস্মিতা। তিনি জানান, তাদের ব্যক্তিগত কিছু সমস্যার জন্যই বিচ্ছেদ। ঘর ভাঙার পিছনে তার ব্যবসা বা মা না হতে পারার কোনও কারণ নেই।

সুস্মিতা জানান, আমি আগেই বলেছি এই নিয়ে চর্চা হোক চাই না। আসলে মানুষ মানতে পারছে না ডিভোর্সের পরেও ডিভোর্সের দুঃখে আমি কেন ঘরের কোণায় লুকিয়ে নেই। আমার তো একার ডিভোর্স হয়নি।

এরপর সুস্মিতা নেটিজেনদের কটাক্ষের জবাব দিয়ে জানান, তিনি যে কোম্পানি খুলেছেন সেটা তার সঞ্চিত অর্থ দিয়ে আর কিছু সোনার গয়না বন্দক দিয়ে।

নেটিজেনদের দাবি মা হতে পারেনি বলেই এই বিচ্ছেদ। তবে অভিনেত্রীর স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, “আমার কোনও শারীরিক সমস্যা নেই। তাই মা তো আমি হবই! ভবিষ্যতে কোনও সময় তো হবই সেটাও সকলে জানতে পারবে।” অভিনেত্রী পরিষ্কার জানিয়ে দেন মা হওয়ার পিছনে তার বিবাহ বিচ্ছেদের কোনও সম্পর্ক নেই।