জি-বাংলার কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে শ্যামলী চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। যিনি দর্শকমহলের অতি পরিচিত মুখ। তারও আরও একটি পরিচয় হল তিনি অভিনেতা রুবেল দাসের স্ত্রী।
ইন্ডাস্ট্রিতে কাজ করা নিয়ে তার কিছু অভিজ্ঞতা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। স্টোরি উইথ সাহানার পডকাস্ট চ্যানেলে তাকে দেখা গিয়েছে কিছুদিন আগে। শ্বেতা পর্দার নায়িকা হলেও, বাকি নায়িকাদের থেকে একটু আলাদা। বাকি নায়িকাদের মতো ছোট পোশাকে তিনি অভস্ত নন। তাই বেশিরভাগ ধারাবাহিকে তাকে শাড়ি পড়তেই দেখা যায়।
নায়িকা হতে হলে ইন্ডাস্ট্রিতে ছোট পোশাক পড়তেই হবে এমনটা তিনি মনে করেন না। বরং দেবের সঙ্গে বড়পর্দায় কাক করার আগে তিনি শর্ত রেখেই কাজ করেছিলেন। কোনও কিছুর সাথে তিনি কম্প্রোমাইজ করতে পারবেন না।
স্টোরি উইথ সাহানার পডকাস্ট চ্যানেলে এমনি এক অভিজ্ঞতা ভাগ করে নেন শ্বেতা ভট্টাচার্য। অভিনেত্রী জানান, “আমাকে বলা হয়েছিল যে, ‘তুমি ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসেছ, তুমি যদি স্লিভলেস বা শর্ট ড্রেস না পরতে পারো তাহলে টিকবে কী করে?’ কিন্তু সবাই জানে আমি এগুলো পরি না। যখন আমাকে এইসব বলা হয়েছিল তখন আমি বলেছিলাম আমাকে যদি শরীর দেখিয়ে কাজ করতে হয় তাহলে আমি কাজটা করব না। আমি এখানে ট্যালেন্ট বেচতে এসেছি, শরীর না।”