শেষ হয়ে গেল স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিক। দীর্ঘ চার বছরের যাত্রা শেষ। প্রথম অধ্যায়ে সূর্য-দীপার জুটি ব্যাপক হিট ছিল পর্দায় যায় প্রায় সাড়ে তিন বছর সাফল্যের সাথে বয়ে নিয়ে গেছে। তবে দ্বিতীয় অধ্যায়ের নায়ক ছিলেন আদিত্য চরিত্রে রাহুল মজুমদার।
সূর্য-দীপার মতো অত জনপ্রিয় না হলেও সুদীপা আর আদিত্যের জুটি জনপ্রিয়তা নেহাত কম ছিল না। তবে ধারাবাহিক শেষ হতেই অভিনেতা রাহুল মজুমদার ফাঁস করলেন এক তথ্য। সূর্য চরিত্রে রাহুল নাকি প্রথম পছন্দ ছিল দিব্যজ্যোতি নয়।
আনন্দ বাজার অনলাইনের কাছে রাহুল বলেন, “সেই সময়ে পরপর দুটো ধারাবাহিকে নায়কের ভূমিকায় আমায় ভাবা হয়েছিল। স্নেহাশিস চক্রবর্তীর ‘খুকুমণি হোম ডেলিভারি’ আর এসভিএফ প্রযোজনা সংস্থার ‘অনুরাগের ছোঁয়া’। প্রথম ধারাবাহিকের শুটিং আগে শুরু হবে জানার পর স্নেহাশিসদাকে ‘হ্যাঁ’ বলি।”
অভিনেতা আরও বলেন, “প্রায় সাড়ে তিন বছর ধরে চলতে থাকা ধারাবাহিকের জনপ্রিয়তাকেও উপেক্ষা করতে পারেননি। অভিনেতা তাই দ্বিতীয় বার সুযোগ পেতেই আর ‘না’ বলেননি।”

