“প্রথমে নীল চরিত্রই আমার করার কথা ছিল…”, সত্যি ফাঁস করলেন মৃত্যুঞ্জয়

মৃত্যুঞ্জয় ভট্টাচার্য

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে হিন্দোল চরিত্রে পা রেখেই অল্প সময়ের মধ্যেই দর্শকের নজর কেড়েছেন অভিনেতা মৃত্যুঞ্জয় ভট্টাচার্য। যদিও ধারাবাহিকে আর্য আর অপর্ণার মাঝে দেওয়াল তোলার জন্য তাকে দর্শকের কম গালমন্দ খেতে হয়নি।

ধারাবাহিকের বর্তমান পর্ব অনুযায়ী, হিন্দোল পাকাপাকি ভাবেই অপর্ণার জীবন থেকে বিদায় নিয়েছেন। ধারাবাহিক থেকে বেরিয়ে কতটা মন খারাপ অভিনেতার? তাতে রসিকতা করে মৃত্যুঞ্জয় জানান, ‘অবশ্যই অপর্ণার জন্য হিন্দোলের কষ্ট হচ্ছে।’

এই ধারাবাহিকে মৃত্যুঞ্জয়ের অভিনয়ের যোগ শুরু কিভাবে? মৃত্যুঞ্জয় বলেন, “ধারাবাহিকে ‘নীল’ নামের একটি চরিত্র ছিল। সেটিও ছোট। অপর্ণার প্রতি তারও দুর্বলতা ছিল। ওই চরিত্রটি করার কথা ছিল আমার। ‘খনার বচন’-এর সঙ্গে সময় মিলছিল না। ফলে করতে পারলাম না। ফের ডাক পেলাম ‘হিন্দোল’-এর জন্য। তখন শুনেছিলাম, চরিত্রের দৈর্ঘ্য খুব ছোট নয়।”

হিন্দোল চরিত্রটি দর্শকের অপছন্দ বলেই কি ধারাবাহিক থেকে বিদায় নিলেন মৃত্যুঞ্জয়? মৃত্যুঞ্জয় সে কথা মানতে নারাজ। সময় দিতে পারছিলেন না। অভিনেতা পেশায় ইঞ্জিনিয়ার, অফিসেও যান। পাশাপাশি, দুটো শিফটে অভিনয়। “ধকল নিতে পারছিলাম না”, জানালেন মৃত্যুঞ্জয়।