’টেলিভিশনে এসে জানতে পারলাম আমি দেখতে ভালো না, রিজেক্ট করে দেয়’, মুখ খুললেন ছোটপর্দার কৃষ্ণা ওরফে অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়

অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়

নিম ফুলের মধু ধারাবাহিক এক ধাক্কায় বদলে দিয়েছে তার জীবন। দর্শকমহলে আলাদা রকম পরিচিতি লাভ করেছেন অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়। কৃষ্ণা চরিত্রটি অভিনেত্রী ক্যারিয়ার গ্রাফ বাড়িয়ে দিয়েছে।

তবে এই সাফল্যে এত সহজে আসেনি। অভিনয় জীবনের প্রথম দিকে অনেক কটাক্ষের মুখে পড়তে হয় তাকে। সেই নিয়েই এবার আজকাল ডট ইন পেজে মুখ খুললেন অরিজিতা।

আজকাল ডট ইনের সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘চাকরি ছেড়ে যখন অভিনয়ে আসি তখন সবে কাজ করা শুরু করেছি। ইন্ডাস্ট্রিতে কেউ চেনে না। প্যানডেমিক শুরু হয়ে গেল। তারপর লকডাউন শুরু। সাংঘাতিক ডিপ্রেসড ছিলাম। চাকরি ছেড়ে দিয়েছি। হাতে টাকা নেই। তখন পার্থদা (পার্থসারথি দেব), সুদীপাদি (বসু), তুলিকাদি(বসু) খুব সাহায্য করেছিলেন’।

অরিজিতা আরও বলেন,  ‘এমন অনেকবার হয়েছে লুকসেট হওয়ার পরেও কাজ চলে গিয়েছে। ওঁদের মনে হয়েছে আমাকে দেখতে খুব খারাপ। টেলিভিশন ইন্ডাস্ট্রিতে আসার আগে অবধি নিজেকে নিয়ে কনফিডেন্ট ছিলাম। কখনও মনে হয়নি আই অ্যাম নট এনাফ। যাদবপুর, প্রেসিডেন্সি কোথাও বডিশেমিং-এর শিকার হতে হয়নি। সাজতে ভালবাসতাম। অনেকেই তার প্রশংসা করেছেন। মোটা হওযার পর স্টেজে কাজ করতে কোনও অসুবিধা হয় নি। টেলিভিশনে আসার পর প্রথম জানতে পারলাম, আই অ্যাম নট এনাফ। আমাকে দেখতে ভাল না।

লকডাউন, হাতে কাজ নেই। টাকাপয়সা নেই। কাজ পেয়ে লুক সেট হয়েও বাতিল হতে হয়েছিল। এই ধরনের রিজেকশন দু’বার হয়েছিল। বলা হয়েছিল দেখতে ভাল লাগছে না। আমার চারপাশ অন্ধকার হয়ে গিয়েছিল। এই ধরনের কথা আগে কখনও শুনিনি। নিজের চেহারা নিয়ে কোনও আক্ষেপও ছিল না। এই প্রথম আমাকে শুনতে হয়েছিল আমি গ্ল্যামার ওয়ার্ল্ডের জন্য উপযুক্ত নই। কেন এলাম! এটা এমন একটা জায়গায় পৌঁছেছিল ভয়ে আয়নায় নিজেকে দেখা বন্ধ করে দিয়েছিলাম। আয়নার দিকে তাকাতে ভয় পেতাম। এইসব ভাবতে ভাবতে ক্রমাগত নিজেকে আঘাত করে চলেছিলাম। অসহায় লাগত, কান্নাকাটি করতাম। ভয়ঙ্কর দিন ছিল’।

সুত্রঃ aajkaal . in