সদ্য বিয়ে সেরেছেন ফুলকি ধারাবাহিকের শালিনী এবং রোহিত। না না পর্দায় নয়, বাস্তবেই সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেতা অভিষেক বসু এবং অভিনেত্রী শার্লি মোদক। সদ্য হানিমুন সেরে ফিরেছেন।
শার্লি এবং রোহিতের সম্পর্ক শুটিং সেট থেকেই। তবে দুজনেই তা গোপন রেখেছিলেন। এর আগে রোহিতের সম্পর্ক ছিল দিয়া মুখোপাধ্যায় এবং সুরভি মল্লিকের সঙ্গে। শার্লিকে বিয়ে করার পর থেকে অভিষেকের অতীত কাঁটাছেড়া হয়েছে অনেক। এমনকি তাদের বিয়ের সময় অভিনেত্রী সুরভী মল্লিকের ইঙ্গিতপূরণ পোস্টে অভিষেক এবং শার্লিকে অনেক কটাক্ষ শুনতে হয়।
সম্প্রতি ‘Tolly Factz’ এর ইউটিউব চ্যানেলের আড্ডায় স্ত্রী শার্লিকে পাশে রেখেই অতীত নিয়ে মুখ খুলল ছোটপর্দার রোহিত। এই সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘একটা সময়ে নিজেকে খারাপ ভাবতে শুরু করেছিলাম কারণ আমাকে বোঝানো হতো আমি কতটা খারাপ। ডিপ্রেশনে চলে যাওয়াটাই স্বাভাবিক ছিল। মতের অমিল কারো সঙ্গে হতেই পারে কিন্তু সেটা নিয়ে এমন পর্যায়ে চলে যেত আমি চেঁচিয়ে ফেলতাম।’
অভিনেতা জানান, তার স্ত্রী অর্থাৎ শার্লি খুব সৎ মেয়ে।। শার্লি তার জীবনে প্রবেশ করার পর তার নিজের উপর বিশ্বাস ফিরে আসে, তিনি বুঝতে পারেন তার মধ্যেও ভালো কিছু আছে।