মেয়ে অহনার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ! ‘বিপদে পড়েছি…তবু আমাকে উঠে দাঁড়াতে সাহায্য করেছে’, কাকে ইঙ্গিত করে বললেন চাঁদনী?

চাঁদনী গঙ্গোপাধ্যায়

স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছিল বহুদিন আগেই, বর্তমানে মেয়ে অহনা দত্তের সাথেও কোনরকম সম্পর্ক রাখেননা মা চাঁদনী গঙ্গোপাধ্যায়। একসময় ডান্স বাংলা ডান্সের মঞ্চ থেকেই সকলের মন জয় করে নিয়েছিলেন অহনা ও তার চাঁদনী। ব্যক্তিগত জীবনের বিতর্কের জেরে প্রায়শই আলোচনার শিরোনামে থাকেন মা-মেয়ে।

সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে চাঁদনী জানান, সমাজমাধ্যমে নাকি বিগত বেশকিছু দিন ধরে কিছু মানুষ তাকে নাচ ছেড়ে দিতে বলছেন। প্রতিউত্তর হিসাবে এর কড়া জবাব দেন চাঁদনী।

চাঁদনীর কথায়, ‘কেন আমি আমার নাচটা বন্ধ করব? নাচ হল মনের আনন্দ অনুভূতি প্রকাশের একটা পথ। আর আমার ক্ষেত্রে এটা শুধু আমার আনন্দ প্রকাশের পথ নয়, আমার কর্ম। আমাকে আমার কর্ম করেই বেঁচে থাকতে হবে। আমার জীবনে অনেক প্রতিকূল পরিস্থিতি এসেছে, কিন্তু সেগুলোকে কাটিয়ে ওঠার সঙ্গে সঙ্গে আমার এই নাচের জার্নিটাও চলতে থেকেছে।’

‘আমি যদি কখনও নাচকে ছেড়েও দিয়েছি, নাচ কিন্তু আমার জীবন থেকে কখনও সরে যায়নি। জীবনে যখন যখন বিপদে পড়েছি, বিদ্ধস্ত হয়েছি, সেই জায়গা থেকে নাচটাই আমাকে উঠে দাঁড়াতে সাহায্য করেছে। জীবনের যে কোনও পরিস্থিতিতে নাচকে ছেড়ে বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব নয়। ভগবানের আশীর্বাদে যতদিন আমি সুস্থ সবল থাকব তত দিন নাচ আমার সঙ্গে থাকবে।’

চাঁদনী আরও বলেন, ‘এই নাচের জন্যই কিন্তু আপনারা আমাকে চিনেছেন। যাঁদের আমার নাচ ভালো লাগে আমি তাঁদের কাছে কৃতজ্ঞ। আর যাঁদের আমার নাচ ভালো লাগে না, তাঁরা আমাকে দেখবেন না। আমার এই ছোট্ট জীবনটা আমি আমার মতো শান্তিতে কাটাতে চাই। আমি চাই সবাই ভালো থাকুক, আমিও ভালো ভাবে থাকতে চাই। আমার জীবনে সুখের প্রয়োজন নেই, শান্তির প্রয়োজন আছে।’