চরিত্রহীন’ ‘আসতে লেডিস’ বা ‘মন্টু পাইলট’ এই তিনটি ওয়েব সিরিজ সৌরভ দাসের ক্যারিয়ার গ্রাফ পাল্টে দেয়। ছোট থেকে টান ছিল অভিনয়ে, তাই পড়াশুনোর প্রতি আগ্রহ ছিল না। ছেলেকে নিয়ে চিন্তায় থাকতেন অভিনেতার বাবা-মা।
একসময় সৌরভ বুঝতে পারলেন অভিনয় তার একমাত্র পথ। সেদিন থেকে শুরু যাত্রা। অভিনেতার ক্যারিয়ার যাত্রা বড়পর্দায় নয়, হয়েছিল ছোটপর্দার হাত ধরে। কখনো হাস্যরসাত্মক তো কখনো আবার ধূসর – মিলেছিল জনপ্রিয়তাও। একের পর এক ধারাবাহিকে কাজ করেছেন তবে ২০১৫ সালের পর আচমকাই ছোটপর্দা ছেড়ে দেন। যদিও সেই সময় জানা যায়নি নেপথ্যে আসল কারণ।
অবশেষে ১০ বছর পর এক সাক্ষাৎকারে ছোটপর্দা ছেড়ে দেওয়া নিয়ে মুখ খুললেন। বলতে গেলে বাধ্য হয়েই ছোটপর্দা থেকে সরে গিয়েছিলেন অভিনেতা।
সৌরভ জানিয়েছেন, “একটা অপ্রীতিকর অভিজ্ঞতা ঘটনায় তিনি ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্ত নেন। যেটা তাকে ভীষণ দুঃখ দিয়েছিল। ২০১৫ সালে তার অভিনীত সিরিয়ালে তার চরিত্রে ছোট হলেও বেশ গুরুত্বপূর্ণ ছিল। সেই সময় অভিনেতা মনে করেছিলেন চরিত্রটা আরও উন্নত করতে হবে। তাই নিজের মতে করে তিনি সংলাপ বলতেন ধারাবাহিকে। কিন্তু সেটাই পছন্দ হয়নি প্রোডিউসারের। প্রোডিউসার জানান তাঁর সংলাপ বড় বড় নায়করা বললে অভিনেতা কেন বলতে পারেন না। সৌরভ কারণ জানালে তিনি রেগে তাকে সংলাপ দেওয়া বন্ধ করে দেন এবং তার কিছুদিনের মধ্যে চরিত্রটাও শেষ করে দেন।”
এই অপমান থেকে তার জেদ চেপে বসে ছোটপর্দা ছেড়ে দেন এবং ওয়েব সিরিজে যোগ দেন। প্রতিশোধ নয়, নিজের কাজের মাধ্যমে নিজেকে আরও উঁচুতে তুলে ধরতে চেয়েছিলেন।

