‘সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম…আমি নাকি খারাপ…সহ অভিনেত্রী আমার সঙ্গে শর্ট দিতে রাজি নন’, অবশেষে দিতিপ্রিয়াকে নিয়ে মুখ খুললেন জিতু

অভিনেতা জিতু কমল

ফের চর্চায় জিতু-দিতিপ্রিয়া। পুরনো ঝামেলা ফের শুরু। অপর্ণা অর্থাৎ অভিনেত্রী দিতিপ্রিয়া রায় ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে তাঁর সহ-অভিনেতার সাথে রোম্যান্টিক দৃশ্য করতে রাজী নয়। এমনি তিনি নাকি শর্ত রেখেছেন জিতু তাকে ছুঁতে পারবেন না। আর প্রোডাকশন হাউস নাকি অভিনেত্রীকে একতরফা সাপোর্ট করছে। তাই অপমানিত হয়ে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক সেট থেকে বেরিয়ে আসেন আর্য ওরফে অভিনেতা জিতু কমল।

এই খবর ইতিমধ্যে ছড়িয়ে পড়ছে। ধারাবাহিকের ফ্যানেরা নায়কের কাছ থেকে সবটা শোনার জন্য অপেক্ষা করছিলেন। এমনকি শোনা যাচ্ছে চিরদিনই তুমি যে আমার এর মতো জনপ্রিয় মেগা ধারাবাহিক বন্ধ হয়ে যেতে পারে।

দ্য ওয়াল ব্যুরো সূত্র অনুযায়ী, জিতু ঘনিষ্ঠ এক ব্যক্তির কথায়, “দাদা সেটে বসে আছে। ওদিকে হিরোইনকে ডাকলেও দেরি করে আসছেন। আর এটা লাগাতার হয়েই যাচ্ছে। প্রযোজনা সংস্থাকে জানিয়েও লাভ হয়নি। কিছু বলতে গেলেই বলা হয়েছে, এবার থেকে নাকি দু’জনের আলাদা শট নেওয়া হবে। এভাবে তো কাজ হয় না।”

অবশেষে এই প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন জিতু।  জিতু ফেসবুকে লেখেন, “আমি ঘরের কথা বাইরে নিয়ে যেতে পছন্দ করি না। তাই হয়তো মিডিয়ার বন্ধুদের ফোন আমি তুলতে পারি না যখন কোন অনভিপ্রেত ঘটনা ঘটে হয়। কিন্তু,বললে তো সত্যি বলব! মিথ্যে কেন বলব?? মিথ্যে বলার থেকে না বলাই ভালো। হ্যাঁ,আমার সহ অভিনেত্রী দিতিপ্রিয়া রায় আমার সঙ্গে শর্ট দিতে রাজি নন।”

অভিনেতা আরও লেখেন, ”আমি খুব খারাপ একজন মানুষ, মহিলা অভিনেতাদের সাথে অভিনয় করার যোগ্য নই, শরীর খারাপের মিথ্যে নাটক করছি, তা নাহলে ১০ ঘণ্টা কাজ করছে কী করে হসপিটাল থেকে ফিরে। এইসব অভিযোগগুলি তুলেছেন। প্রোডাকশন মারফত আমি এই সব শুনতে পেলাম এবং সেই প্রোডাকশনের দু-তিনজন(এই সিরিয়ালটি সৃজনেরশীলতার দায়িত্বে রয়েছেন)এটাকে সহমত জানিয়ে বলেছেন যে আপনি চাইলে ছেড়ে দিতেও পারেন। ***(ওপরের সবকটা অভিযোগই কিন্তু মৌখিক ভাবে আমাকে জানানো হয়েছে)।

এবার সত্যিই আমি নিজেই প্রশ্নের মুখে পড়েছি, আমার কি কোন আত্মসম্মান নেই?? তাই আমিও কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। আমার কারুর প্রতি বিশেষ কোনও অভিযোগ নেই।”

জিতু পোস্ট দেখে স্পষ্ট আগামীদিনে জিতু এই ধারাবাহিক ছেড়ে দিতে পারেন। চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের মূল অস্ত্র আর্য চরিত্রে জিতু কমল। সেদিক থেকে জিতু ধারাবাহিক ছেড়ে দিলে এই ধারাবাহিকের টিআরপি নিয়ে বড় সংশয় থেকেই যায়।