‘বাধ্য হয়েই আগের সিরিয়াল ছেড়েছিলাম…আমার উপর’, নতুন ধারাবাহিক শুরু হওয়ার আগে মুখ খুললেন অভিনেত্রী শোলাঙ্কি রায়

অভিনেত্রী শোলাঙ্কি রায়

বহুদিন পর ফের ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী শোলাঙ্কি রায়। ফের আরও একবার গৌরব চট্টোপাধ্যায়ের সাথে জুটি বেঁধে পর্দায় ফিরছেন অভিনেত্রী। তবে এবার একেবারে অন্যরকম ভাবে এই জুটি দর্শকের কাছে ধরা দিতে চলেছে।

ধারাবাহিক শুরুর আগে টলি ইনসাইট নামক এক ইউটিউব চ্যানেলের কাছে সাক্ষাৎকার দিলেন অভিনেত্রী। শোলাঙ্কি বলেন, ‘এলা চরিত্রটি তার বয়সের চেয়ে কম। এবার কম বয়সী এক মেয়ের চরিত্রে তাকে দর্শক দেখবেন। আমি আর গৌরব এতদিন দর্শকের কাছে খড়ি আর ঋদ্ধি হিসাবে ভালোবাসা পেয়েছি। তবে এবার সেটাকে ছাপিয়ে যেতে চাই। আমরা চাই এলা আর গোরা যেন আরও বেশি ভালোবাসা পাক।”

অভিনেত্রী আরও জানান, ‘সহ-অভিনেতা হিসাবে আবার গৌরবকে পেয়ে আমি খুব খুশি। ২ বছর ধরে আমরা একসাথে কাজ করছি। গৌরব আর আমার খুব ভালো বন্ডিং। যেটা কাজ করার জন্য খুব সুবিধে হয়।”

টেলিভিশনে এতদিন পর ফেরার প্রসঙ্গে শোলাঙ্কি জানান, “এতদিন পর ফিরছি একটা ভয় কাজ করছিল কারণ আমি আগের ডেইলি সোপটা ছাড়তে বাধ্য হয়েছিলাম আমার শারীরিক অসুস্থতার জন্য। কিন্তু সেই সময় দর্শক আমার উপর ভীষণ রেগে গিয়েছিল তারা আমায় বলেছিল ‘তুমি কেন ছেড়ে দিলে? আমারা ‘গাঁটছড়া’ দেখবো না আর।’ আমি তাদের ইমোশনটা বুঝতে পারছি।”