‘বারবার ব্যর্থ হচ্ছিলাম অডিশন দিয়ে, ঠিক করে নিয়েছিলাম আর অডিশন দেবো না’…বললেন জগদ্ধাত্রী ওরফে অভিনেত্রী অঙ্কিতা মল্লিক

অভিনেত্রী অঙ্কিতা মল্লিক

বাংলা সিরিয়ালের ইতিহাসের পাতায় রেকর্ড গড়তে চলেছে জি-বাংলার ধারাবাহিক। খুব শীঘ্রই ১০০০ পর্বে পা রাখতে চলেছে এই মেগা। শুধু তাই নয়, ৪২ বার বাংলার টপার। জগদ্ধাত্রী ধারাবাহিক প্রমাণ করেছেন কীভাবে আবার ফিরে আসা যায়।

বাংলার টপার স্থান হারিয়ে ফেলেছিল এমনকি টিআরপির পাঁচের তালিকায় ছিটকে গিয়েছিল। তবে আবারও নিজের চেনা ছন্দে ফিরে এসেছে। বাংলার বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিক ধারাবাহিক যেমন মিঠাই ১০০০ এপিসোডে পৌঁছাতে পারেনি। কিন্তু জগদ্ধাত্রী তা পেরেছে।

জগদ্ধাত্রীর এই সাফল্য নিয়ে টিভি নাইন বাংলাকে জগদ্ধাত্রী ধারাবাহিকের নায়িকা অর্থাৎ অভিনেত্রী অঙ্কিতা মল্লিক জানান, আজকে একটা কথা স্বীকার করছি। মানে স্বীকার করার কিছু নেই। প্রথমবার বলছি। ‘জগদ্ধাত্রী’র অডিশন দেওয়ার পর আমি ঠিক করে নিয়েছিলাম আর অডিশন দেবো না। বারবার ব্যর্থ হচ্ছিলাম অডিশন দিয়ে। তাই মনে হয়েছিল, যেমন মডেলিং করি, সেরকমই করা যাক। অভিনয় করার চেষ্টা করে আর লাভ নেই। তারপর জগদ্ধাত্রী করার সুযোগ পাই। এখন মনে হয়, আমি যদি অন্য কোনও ধারাবাহিক করতাম, তা হলে এত ভালো কিছু হতো না। তাই যা হয় ভালোর জন্যই হয়। স্নেহাশিস স্যারের গাইডেন্সে যেভাবে আমরা এই ধারাবাহিকটা করেছি, সেটা শেষ হওয়ার পরও দর্শকের মনে থেকে যাবে। যখন এই ধারাবাহিকের ৫০০ এপিসোড সম্পূর্ণ হয়েছিল, তখন আমরা বেঙ্গল টপার ছিলাম। আবার ১০০০ এপিসোডের কাছাকাছি এসে আমরা শীর্ষে। তবে বেঙ্গল টপার না হলেও মনখারাপ হয় না। যে পরিমাণ ভালোবাসা পাই দর্শকের থেকে, সেটা নিয়েই কাজ চালিয়ে যাই।’