
বাংলা ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেতা রয়েছেন যারা পর্দা থেকে হারিয়ে গেছেন। আজকাল তাদের আর টেলিভিশন থেকে বড়পর্দা কোথাও আর দেখা মেলেনা। এরকমই একজন অভিনেতা হলেন অভিনেতা বরুণ চক্রবর্তী।
একসময় সিরিয়াল থেকে সিনেমা দাপিয়ে কাজ করেছেন। বাংলা ছবির পাশাপাশি হিন্দি, ওড়িয়া, হলিউডে ছবিতেও কাজ করেছেন। তবে তিনি যেন বাংলা ইন্ডাস্ট্রি থেকে হারিয়েই গেছেন। তবে এবার বহু বছর পর বড় ফিরছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে দেখা মিলল তার।
সাক্ষাৎকারে অভিনেতা বরুণ চক্রবর্তী জানিয়েছেন, ‘আমি দীর্ঘ বছর ব্যাংকে চাকরি করেছি। সেই সাথে সমাতালে অভিনয় চালিয়ে গিয়েছি। সেই জন্য অনেক ছবি থেকে আমাকে দল বেঁধে বাদ দেওয়া হয়েছে ইচ্ছে করে। তারা মনে করেছে আমি গাছের ও খাবো তলারও কুড়াবো সেটা তো হবে না। ব্যাংকে কাজ করেও পয়সা পাবো আবার অভিনয় করেও সেটা তাদের পছন্দ হতো না। তাই আমি দুবছর ইন্ডাস্ট্রিতেও যায়নি।’ তবে অভিনয় থেকে বেশিদিন তিনি আর দূরে থাকতে পারলেন না।