অভিনেত্রী শ্রীপর্ণা রায়, বাংলা বিনোদন জগতের একজন জনপ্রিয় মুখ। বহুদিন ধরে সিরিয়ালে কাজ করছেন। তার অভিনীত জনপ্রিয় ধারাবাহিকগুলি হল ‘আঁচল’, ‘কড়িখেলা’। বর্তমানে তাকে ‘গাঁটছড়া’ ধারাবাহিকে দেখা যাচ্ছে।
‘গাঁটছড়া’ ধারাবাহিকের আগে ‘মুকুট’ ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন। মাঝপথে মুকুট সিরিয়াল থেকে বেরিয়ে যান। কেন ধারাবাহিক মাঝপথে তাকে ছাড়তে হয়েছিল সেই বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। এই প্রথম নয় এর আগে একসময় ‘আজ আরি কাল ভাব’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতেন শ্রীপর্ণা। সেই ধারাবাহিকের মাঝপথে তার চরিত্রটির মৃত্যু দেখানো হয়। তাই মাঝপথে তাকে ধারাবাহিজ ছেড়ে দিতে হয়।
সম্প্রতি ‘জোস টক’ সাক্ষাৎকারে নিজের জীবনের স্ট্রাগেলের কথা শেয়ার করলেন অভিনেত্রী শ্রীপর্ণা। অভিনেত্রী জানান, “আমাকে একটি ধারাবাহিকের মাঝে বাদ দেওয়া হয়েছিল। তাদের মনে হচ্ছিল আমার জন্য সিরিয়ালের টিআরপি হচ্ছে না। ভীষণ কষ্ট পেয়েছিলাম। কিন্তু পরে একই চ্যানেলের অন্য একটি প্রোজেক্টে কাজ করি। সেটা সফল হয়েছিল।”
অভিনেত্রী আরও যোগ দেন, “একবার এক প্রোডাকশন হাউজের লিড রোলে আমায় নেওয়া হয় আর আমি তাদের কথায় রাজী হয়ে যাই। অন্যান্য কাজের অফার ফিরিয়ে দিই। কিন্তু পরে সেই প্রোডাকশন হাউস আমাকে বাদ দিয়ে দেওয়া হয়। কারণ সেখানকার কিছু মানুষের আমাকে পছন্দ ছিল না। কিন্তু সেই সব বাধা পেরিয়ে আমার জার্নির গাড়ি ভালোই চলছে।”
শ্রীপর্ণা বলেন, “আমার জীবনে এমন একটা সময় গেছে যখন আমার মা হাসপাতালে আর আমি হাসপাতালে মাকে সামালাচ্ছি এবং শুটিংয়ে যাওয়ার পথে স্ক্রিপ্ট পড়ছি। সেই সময় সবাই সমবেদনা জানিয়েছে কিন্তু এক চুল মাফ কড়া হয়নি। তাই যারা ভাবে এই প্রফেশনে এসে শুধু মেকআপ করতে হয় আর বুলি আওড়াতে হয় তারা খুব ভুল ভাবেন। এখানে এসে নিজের ইমোশন গুলোকে নিজের মধ্যে রেখে কৃত্রিম ইমোশন গুলোকে প্রকাশ করতে হয়।”