বাংলা সিরিয়াল থেকে শুরু করে ছবি, সবেতেই নিজের অভিনয়ের ছাপ ফেলেছেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী। অনেক দিন হল ছোটপর্দায় অভিনেতা কে সেভাবে দেখা যায়নি। তবে কি ছোটপর্দায় আর কাজ করতে ইচ্ছুক নন অভিনেতা? নাকি এর পেছনে রয়েছে অন্য কোন কারণ।
টেলিপাড়ার অন্দরের গুঞ্জন, মধুমিতা সরকারের নতুন সিরিয়াল ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে মধুমিতার বাবার চরিত্রে অভিনয় করার কথা ছিল শঙ্কর চক্রবর্তীর। কিন্তু সেই চরিত্রে এখন অভিনয় করছেন অন্য অভিনেতা। ইতিমধ্যে ধারাবাহিকের সেই প্রোমো প্রকাশ্যে এসেছে। ধারাবাহিক থেকে বাদ দেওয়া হয়েছে শঙ্করকে। কিন্তু কেন?
এই প্রসঙ্গে শঙ্কর বলেন, “এই ধারাবাহিকটি অগস্ট মাসে শুরু হওয়ার কথা ছিল। ফলে সেই সময় আমার তারিখের সঙ্গে শুটিংয়ের সময়ের কোনও দ্বন্দ্ব তৈরি হয়নি। কিন্তু এখন যে সময় ওরা শুটিং ফেলেছে তখন আমার নাটকের শো আছে আর রয়েছে একটি ছবির শুটিং। প্রযোজনা সংস্থার তরফেও জানানো হয়েছে তাদের পক্ষেও তারিখ এ দিক ও দিক করা সম্ভব হবে না।”
তবে কি ধারাবাহিক থেকে বাদ পড়ার জন্য প্রযোজনা সংস্থার উপর রাগ করেছেন অভিনেতা? শঙ্কর বলেন, “পুজোর আগে। আমার একটু অর্থনৈতিক সমস্যা হয়েছে। তাই চিন্তায় আছি আর কিছু নয়। রাগ করে কী করব! বড় প্রযোজনা সংস্থার উপর রাগ করে সম্পর্ক নষ্ট করব কেন? আগামিদিনে কাজ করার সুযোগ নষ্ট করার ইচ্ছা নেই।” আপাতত ছোটপর্দায় কাজ করছেন না অভিনেতা। তবে উজান গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘কাতুকুতু বুড়ো’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শঙ্কর চক্রবর্তীকে।