‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের হাত ধরে টেলি জগতের পরিচিত মুখ হয়ে উঠেছেন অভিনেতা তন্ময় মজুমদার। যিনি এই মুহূর্তে ছোটপর্দার সন্তু নামে বেশি পরচিতি। ধারাবাহিকে অপর্ণার বন্ধু সন্তু চরিত্রে দারুণ জনপ্রিয়তা লাভ করেছেন অভিনেতা।
এর আগে কয়েকটি সিনেমায় এবং ধারাবাহিকে কাজ করেছেন তন্ময়। তবে জনপ্রিয়তা লাভ করেছেন এসভিএফ এর এই মেগা ধারাবাহিকের হাত ধরে। সোশ্যাল মিডিয়ায় ভীষণ একটিভ। অভিনেতা বিভিন্ন বিষয় নিয়ে ফেসবুকে শেয়ার করে থাকেন। তবে এবার নিজের জীবনে কিছু খারাপ অভিজ্ঞতা শেয়ার ভাগ করে নিলেন এবং খারাপ অভিজ্ঞতা থেকে তিনি কিভাবে ঘুরে দাঁড়িয়েছেন তার দর্শককে জানালেন।
ফেসবুকে তন্ময় লেখেন, “সালটা ২০২৩ – ২০২৪, আগের বছর এর কিছু কথা আজ শেয়ার করি। পুরো বছর জুড়ে কাজ ছিল না, দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার থেকেও বেশি কিছু ঘটেছিল। আমি আমার ১০০% দিয়েও চেষ্টা করে কেউ আমাকে কোনো কাজে চরিত্রের জন্য ভাবেনি।খুবই ডিপ্রেশন ঘনিয়ে এসেছিল আমার জীবনে।রাস্তায় চা এর দোকানে দাঁড়িয়ে চা খেতে খেতে আমার বন্ধু দীপ আর স্বেতার কাছে খুব কেঁদে বলছিলাম যে আমি পারছি না, খুব কষ্ট হচ্ছে। এতটাই ডিপ্রেশনে ছিলাম, কারোর সাথে কথা বলতে ভালো লাগতো না তবে ভগবান আমাকে আমার কিছু বন্ধু ভাগ্য করে দিয়েছে যারা সব সময় আমার পাশে না থাকলে আজ হয়তো আমি এই দুনিয়াতেই থাকতাম না। সৎ পথে থেকে মেরুদণ্ড সোজা রেখে লড়াই করতে হবে এটা আমার বাবা মায়ের থেকেই শেখা। মাটিতে অনেকবার পড়েছি, আবারও পড়ব আমি জানি কিন্তু মাটিতে পরে কিভাবে নিজেকে উঠে দাঁড়াতে হবে সেটাও শিখেছি। ব্যর্থতা স্বীকার করে আবার ঘুরে দাঁড়ানোর জন্য লড়াই করে জিততে শিখেছি।”
ছোটপর্দার সন্তু আর লেখেন, “আমার অভিজ্ঞতা থেকে একটা কথাই বলবো নতুন দের যে -এটা ভেবো না কে কখন কোথায় কেন বদলে গেল! শুধু মনে রেখো, এই জীবন তোমার, জীবনে ধৈর্য আর সময় এর ওপর বিশ্বাস রাখো। তাই তোমার নিজের মতো করে সাজিয়ে নাও তোমার জীবন। কোনওকিছু যদি সত্যিই তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তবে তুমি তা করবেই। জীবনের আসল সৌন্দর্য হল কঠিন সময়েও বেঁচে থাকার ইচ্ছা। সমালোচনা তারাই করে যাদের নিজের ভালো কাজ করার ক্ষমতা নেই এবং অন্যের ভালো যারা কোনোদিন দেখতে পারেনা। কষ্ট না করলে কেষ্ট মেলে না। এই কথা সত্যি, তবে মাঝে মাঝে সেই কষ্টের কারণটাও তোমার নিজেকেই হতে হয়।”

