‘নেগেটিভ চরিত্র করতে করতে টাইপকাস্ট হয়ে যাচ্ছিলাম’, মুখ খুললেন অভিনেতা ধ্রুবজ্যোতি সরকার

অভিনেতা ধ্রুবজ্যোতি সরকার

বাংলা বিনোদন জগতের একজন পরিচিত মুখ অভিনেতা ধ্রুবজ্যোতি সরকার। যিনি বর্তমানে কাজ করছেন স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। এর আগে মিঠাই, পিলু, করুণাময়ী রাণী রাসমণি-র মতো সিরিয়ালে কাজ করেছেন।

মাঝে উড়ান ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে অভিনয় করেছিলেন ধ্রুব। বেশ কিছু সময়ের জন্য একাধিক ধারাবাহিকে তাকে নেগেটিভ চরিত্রে অভিনয় করতে দেখা যায়। বহুদিন পর আবার পজেটিভ চরিত্রে দেখা মিলছে অভিনেতার।

পজেটিভ চরিত্রে বাছাই নিয়ে ধ্রুব এক সাক্ষাৎকারে জানান, তিনি নেগেটিভ চরিত্র করতে করতে টাইপকাস্ট হয়ে যাচ্ছিলেন। অভিনেতা বলেন, “”নেগেটিভ চরিত্রে কাজ করতে করতে টানা ক্লান্ত হয়ে পরেছিলাম। নেগেটিভ চরিত্রে অভিনয় করতে করতে কখনও কখনও সেই ইমোশনটা নিজের মধ্যে ঢুকে পড়ে, যা ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে।”

অভিনেতা আরও বলেন, “আমি সবসময় চেয়েছি দর্শক আমাকে একজন ইতিবাচক চরিত্রে দেখুক, যেখানে ভালোবাসা, দায়িত্ববোধ আর ইতিবাচকতা ফুটে উঠবে।” অনুরাগের ছোঁয়া’র হাত ধরে সেই ইচ্ছে পূরণ হয়েছে তাঁর।

সুত্রঃ https://tollytales . com/entertainment/tollywood/dhruba-jyoti-sarkar-returns-positive-in-anurager-chhowa-series-48201