ব্রেন টিবিতে আক্রান্ত, টলিউডের জনপ্রিয় স্টাইলিস্ট স্যান্ডির পাশে আজ কেউ নেই! ‘আমি কাজ করে খেতে চাই’, কান্নায় ভেঙে পড়লেন স্যান্ডি

সন্দীপন ঘোষাল

কদিন ধরে সোশ্যাল মিডিয়ায় শিরোনামে উঠে এসেছেন টলিউডের জনপ্রিয় স্টাইলিস্ট স্যান্ডি, যিনি আজ ব্রেন টিবিতে আক্রান্ত। পুরো নাম সন্দীপন ঘোষাল। একসময় টলিপাড়ার প্রথম সারির নায়িকা তাকে ঘিরে থাকত। কিন্তু একটা অসুখ যেন গোটা চিত্রটাই পাল্টে দিল।

যে কোনও ইভেন্ট হোক বা ফটোশ্যুট হোক নায়ক-নায়িকাদের প্রথম পছন্দ ছিলেন তিনি কিন্তু আজ সেই অসহায় স্যান্ডির পাশে কেউ নেই, রয়েছেন শুধু দীর্ঘদিনের বন্ধু তথা অভিনেত্রী বিয়াস রায়।

মানসিক রোগের স্বীকার স্যান্ডি। দীর্ঘ বেশ কয়েকদিন ধরে তিনি স্যান্ডির বর্তমান পরিস্থিতি, অসহয়তা নিয়ে লিখছেন বিয়াস। ইন্ডাস্ট্রিতে স্যান্ডির প্রিয় মানুষদের এগিয়ে আসার জন্য আর্জি জানান বিয়াস। কিন্তু দিনের শেষ কেউ এগিয়ে আসেননি। বিয়াসের কথা অনুযায়ী, কোয়েল মল্লিক একমাত্র খোঁজ নিয়েছেন কিন্তু কেউ খোঁজ নেয়নি।

বিয়াসের কথায়, “সন্দীপের পুরনো রোগটা হল ব্রেইন টিউবারকিউলোসিস। ইন্ডাস্ট্রির সব্বাই ওকে কোনঠাসা করে রেখেছে বিগত কয়েকবছর ধরে। এটা ঠিক নয়৷ এটা অন্যায়৷ ব্রেইন টিবি হলে মানুষের ব্রেইন সেল গুলো ড্যামেজ হয়ে যায় ৷ কেও চলে যায়, না ফেরার দেশে। কেও ফিরে আসে মৃত্যুকে ছুঁয়ে ৷ ব্রেইন টিবির আফটার এফেক্টে এপিলেপ্টিক অ্যাটাক আসে। বমির ফিলিং আসে মাঝে মাঝেই। মেমরি প্রচন্ড ভাবে লস হয়। বিভিন্ন টাইম জোনে ঘোরাফেরা করে। লং টার্ম, শর্ট টার্ম দুটো মেমরিই খুব বেশী হারে ক্ষতিগ্রস্ত হয় ৷ এগুলো সব ওর হয় এখন।”


স্যান্ডিকে ভরসা জুগিয়ে আসছে বিয়াস। এবার জানালেন খুশির খবর। বিয়াস পোস্ট করে লেখেন, “স্যান্ডি আবার ডিজাইনিং শুরু করতে চলেছে খুব তাড়াতাড়ি।  আমরা নতুন সেট আপ রেডি করব। নতুন মানুষ, নতুন গয়না, নতুন ডিজাইন, নতুন হেয়ার স্টাইলিং, নতুন মেক আপ, নতুন টেইলার, নতুন এসিট্যান্ট সব নতুনভাবে শুরু হবে। সাথে থাকবো কয়েকজন পুরনো বন্ধু।”

আম অর্পিতাকে দেওয়া সাক্ষাৎকারে বিয়াসকে পাশে রেখে স্যান্ডি বলেন, “ওর মতো বন্ধু আমি জীবনে পাইনি।” বিয়াসকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন স্যান্ডি। স্যান্ডি আরও জানান তিনি কাজ করে খেতে চাই তাই আবার নতুন করে শুরু করতে চলেছে। বিয়াস আর স্যান্ডির মনের জোরকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা।