ইন্ডাস্ট্রিতে স্পষ্টবক্তা অভিনেত্রীদের তালিকায় রয়েছেন শ্রীলেখা মিত্র। সোজাসাপটা কথায় ভুলকে ভুল ও ঠিককে ঠিক বলতেই বেশি ভালোবাসেন অভিনেত্রী। সম্পর্ক নিয়ে কথা উঠলে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, প্রেম কিংবা বিয়ে নিয়ে কি ভাবেন অভিনেত্রী?
ফিভার এফএমকে দেওয়া একটি সাক্ষাৎকারে শ্রীলেখা জানান, তিনি প্রেম করতে চান। অভিনেত্রীর কথায়, ‘যদি কারও সঙ্গে প্রেম হয় যে তাহলে প্রথম শর্ত হবে কুকুর ভালোবাসতে হবে। আমি তো দেখছি না কেউ প্রেমে টেমে পড়ছে। কোথায় তাঁরা? কুকুর বলতেও আমার কেমন জানি লাগে। ওরা আমার বাচ্চা। নাম ধরে ডাকি।’
তবে প্রেম করতে চাইলেও তিনি বিয়ে করতে চান না। তার কথায়, ‘প্রেমে পড়তে চাই। প্রেমে পড়ে উঠতে চাই। আমি বিয়ে করতে চাই না। আমার এখনও একটা ইউনিট মনে হয় আমি, আমার প্রাক্তন স্বামী আর আমার মেয়ে। এই ইউনিটটা আমি ভাঙতে চাই না।’