‘নিয়মিত সুইসাইড নোট লিখতাম’, একসময় আত্মহত্যা করার কথা ভাবতেন ইমন চক্রবর্তী

ইমন চক্রবর্তী

বাংলার জনপ্রিয় গায়িকাদের মধ্যে উঠে আসে ইমন চক্রবর্তীর নাম। গানের জন্য তিনি জাতীয় পুরস্কারও পেয়েছেন। তবে জানেন কি একসময় প্রতিদিন ইমন সুইসাইড নোট লিখতেন। সেই ঘটনা নিজেই একটি টক শোতে এসে জানিয়েছিলেন।

মায়ের কাছ থেকেই গানের হাতেখড়ি নিয়েছেন ইমন। মা যখন বেঁচে ছিলেন তখন ইমন রোজ রেওয়াজ করতেন। তখন পাড়া প্রতিবেশীরা টিপ্পনি কাটত। তবে গায়িকার মা সবকিছু আড়াল করে রাখতেন। ২০১৪ সালে ইমনের মা চলে যাওয়ার পর অবসাদে ভোগেন। সেই সময় আত্মহত্যার কথাও ভাবেন। তিনি ডায়েরির পাতায় রোজ সুইসাইড নোট লিখতেন ‘আজই আমার শেষ দিন। এই মুহূর্তটা আমার জীবনের শেষ মুহূর্ত।’

তবে ইমনের গান ইমনকে বাঁচিয়ে রেখেছিল। সেই সময় অনুপম রায়ের করে দেওয়া সুযোগের প্রতি তিনি কৃতজ্ঞ। প্রথমে তেমন জনপ্রিয়তা না পেলেও প্রাক্তন ছবির তুমি যাঁকে ভালোবাসো গানটি তার জীবন বদলে দেয়।