‘আমাকে মারধোর করা হত’, অতীতের জীবনে হওয়া অত্যাচারের অভিজ্ঞতা শেয়ার করলেন ভিলেন প্রিয়াঙ্কা ওরফে বর্ণিনী চক্রবর্তী

অভিনেত্রী বর্ণিনী চক্রবর্তী

বর্তমানে ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকের সুবাদে অভিনেত্রী বর্ণিনী চক্রবর্তী দর্শকমহলে অতি পরিচিত মুখ। এই ধারাবাহিকের হাত ধরেই চেনা মুখ হয়ে উঠেছেন। এর আগে একাধিক ধারাবাহিকে অভিনয় করলেও এই ধারাবাহিকে প্রিয়াঙ্কা চরিত্রে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন ভিলেন হিসাবে।

সম্প্রতি জি-বাংলার ‘দিদি নম্বর ওয়ান’-এসে জীবনের নানা অভিজ্ঞতার কথা শেয়ার করছেন। পর্দার যেমন পরাগের জীবনে শিমুলকে সরিয়ে জায়গা করতে চাইছে প্রিয়া। শুধু পর্দায় নয়, বাস্তবেও তার জীবনে এরকম একাধিক ঘটনা ঘটছে তার সাথে।

প্রিয়াঙ্কা থুড়ি বর্ণিনী জানান, সে এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে। ছোটবেলা থেকে নাচ শিখছে। মাস্টার ডিগ্রি কমপ্লিট করে ক্লাসিক্যাল গান শিখছেন। ডান্স বাংলা ডান্সে ব্যাকআপ ডান্সার হিসেবে কাজও করেছেন। অভিনেত্রী কথায়, তাঁর বাড়ির তরফে জানানো হয়  আমার সব কিছু বন্ধ করে দেওয়া হবে। আরও বলা হয়, নাচ ছিল ঠিক আছে। কিন্তু অভিনয় আসতেই সব কিছু বন্ধ করে দেওয়া হবে বলা হয়। আমাকে রীতিমত মারধর করা হতো”।

সেই সময় অভিনেত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন সেই জায়গা থেকে তাকে বেরাতে হবে না হলে নিজের লক্ষ্য সে কোনদিন পৌঁছাতে পারবে না।। বাড়ি থেকে বেরিয়ে আসে বর্তমানে ভাড়া বাড়িতে থাকেন। এরপর শুরু হয় তার ক্যারিয়ার যাত্রা।