‘জগদ্ধাত্রীতে নাকি আমি হিরোর জায়গা কেড়েছি’, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভপ্রকাশ কৌশিকি ওরফে রূপসা চক্রবর্তীর

রূপসা চক্রবর্তী

জি-বাংলার পুরনো মেগা ধারাবাহিকের মধ্যে অন্যতম হল জগদ্ধাত্রী। টানা দুবছর ধরে সাফল্যের সাথে পর্দায় এই ধারাবাহিক সম্প্রচার হচ্ছ। ধারাবাহিকের নাম ভূমিকায় রয়েছেন অভিনেতা সৌম্যদীপ মুখোপাধ্যায় এবং অভিনেত্রী অঙ্কিতা মল্লিক।

নায়ক -নায়িকার ছাড়াও এই ধারাবাহিকের আরও এক চরিত্র মূল আকর্ষণ। তিনি হলেন কৌশিকি মুখোপাধ্যায়। এই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী রূপসা চক্রবর্তী।

অনেকেই বলে থাকেন কৌশিকির জন্যই নাকি নায়ক স্বয়ম্ভূরকে তেমন গুরুত্ব দেওয়া হয় না। বিশেষ করে জগদ্ধাত্রী-স্বয়ম্ভূর অনুরাগীদের চোখে কৌশিকি যেন ভিলেন।

অনেকে আবার কটাক্ষ করে রুপসাকে বলে থাকেন স্নেহাশিস চক্রবর্তীর প্রযোজনা সংস্থা বলেই নাকি রূপসাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আর তার জন্য নায়ককে অবহেলা করা হচ্ছে।

এতদিন এই কটাক্ষ মুখ বুজে সহ্য করলেও অবশেষে এই নিয়েই মুখ খুললেন রূপসা চক্রবর্তী। কিছুদিন আগে ফ্যানেদের আসা এই অভিযোগের স্ক্রিন শট সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে কৌশিকি ওরফে রূপসা লেখেন, ‘আজকে বাধ্য হয়ে এটা শেয়ার করলাম….এরম পোস্ট অনেক দেখি…ভুলভাল মন্তব্য করার জন্য কয়েকজনকে ব্লকও করেছি এটা ঠিক….তারমধ্যে তানিয়া সুলতানা নামের একটা ভুয়ো প্রোফাইল অন্যতম…যাইহোক আপনাদের কি কোনোভাবে মনে হয় যে আমি হিরোর জায়গা কেড়ে নিয়েছি ? লেখক যদি এতটাই মূর্খ হতো তাহলে এই ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিক ৩৯ বার বেঙ্গল টপার হতো? না এতদিন সিরিয়ালটা লোকজন দেখত?আমি একটু আপনাদের মতামত জানতে চাইছি…’।