‘১৬ টা বছর কাজ করিনি, ভেবেছিলাম আর হয়ত ফিরতে পারব না…’ বললেন অভিনেত্রী রেশমি সেন

রেশমি সেন

বিনোদন জগতের চেনা মুখ অভিনেত্রী রেশমি সেন। টিভির পর্দায় বেশিরভাগ ক্ষেত্রে মায়ের চরিত্রে নজর কেড়েছেন এই অভিনেত্রী। অন্যদিকে প্রসিদ্ধ অভিনেতা কৌশিক সেনের স্ত্রীও তিনি। বিয়ের পর আচমকাই অভিনয় ছাড়তে হয়েছিল তাকে। সেই অভিজ্ঞতার কথাই সকলের সাথে শেয়ার করেছেন অভিনেত্রী।

এক সময় থিয়েটারের সঙ্গে যুক্ত থাকলেও সিনেমা বা ধারাবাহিকে অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। সংসার, মাতৃত্ব, পারিবারিক দায়িত্ব সবটা সামলে গ্ল্যামার দুনিয়ায় কাজ করার সু্যোগ আর হয়ে ওঠেনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমি জানতাম অভিনয় আমার রক্তে, কিন্তু সংসারের জন্য সবকিছু ছেড়ে দিতে হয়েছিল। মাঝেমধ্যে মনে হতো, আমার জায়গা হয়তো কেউ নিয়ে নিয়েছে, হয়তো আর ফিরতে পারব না। এটা সত্যিই মানসিকভাবে খুব কঠিন সময় ছিল।’

দীর্ঘ ১৬ বছরের বিরতির পর ছোটপর্দায় ফিরেছেন অভিনেত্রী। এই মুহূর্তে অভিনেত্রীকে সান বাংলার ভিডিও বৌমা ধারাবাহিকে দেখা যাছে অভিনেত্রীকে।

অভিনেত্রীর কথায়, ‘ক্যামেরার সামনে দাঁড়ানোর পর মনে হয়েছিল, যেন এক নতুন জীবন শুরু করলাম। ভয় ছিল, আমি কি পারব? দর্শকেরা কি আমাকে আবার গ্রহণ করবেন? কিন্তু তাঁদের ভালোবাসা পেয়ে মনে হচ্ছে, এত বছর পরেও কিছুই বদলায়নি।’

একটা সময় সংসারের কারণে স্বপ্নকে পিছনে ফেলে আসতে হলেও আবারও স্বপ্নের দুনিয়ায় ফিরে এসে নিজেকে প্রতিষ্ঠা করে প্রমাণ করে দিয়েছেন যে ইচ্ছা আর পরিশ্রম থাকলে ফিরে আসা সম্ভব।