
খারাপ-ভালো মিশিয়েই আমাদের জীবন অতিবাহিত করতে হয়। টেলি পাড়ার এক জনপ্রিয় মুখ অভিনেতা সায়ক চক্রবর্তী। যিনি পেশায় একজন নামি ইউটিউব ব্লগার। নিজের ব্লগিংয়ের হাত ধরেই আমজনতার ঘরে ঘরে পৌঁছে গেছেন। অভিনেতা বা জনপ্রিয় ব্লগার মানেই তার জীবনে কোনও উত্থান-পত্তন নেই এমনটা মোটেই নয়।
অভিনেতা সায়কের বর্তমান অবস্থাও খারাপ ভালো মিশিয়ে চলছে। যেমন কিছুদিন আগে তার দাদা সব্যসাচী চক্রবর্তী এবং বউদি সুস্মিতা রায়ের বিচ্ছেদ হয়েছে। সেই খারাপ সময় কাটিয়ে আবার ভালো সময়ও এসেছে। সদ্য নিজের জমি কিনেছেন সায়ক।
নিজের সবকিছু ব্লগিংয়ের মাধ্যমে তুলে ধরলেও দাদা আর বৌদির ঘর ভাঙার খবরটা কখনোই আগে থেকে আঁচ দেননি। সুস্মিতা সায়কের বৌদি চেয়ে আগে বন্ধু। খুব ভালো বন্ডিং ছিল তাদের মধ্যে। তাই সায়ক চায় দুজনেই যেন ভালো থাকেন তারা।
সুস্মিতার জন্মদিনে প্রথম তার সঙ্গে ছবি শেয়ার করে ইঙ্গিত দেন সুস্মিতা আর দাদা সব্যসাচী আর এক সাথে নেই। তবে সংবাদমাধ্যমে সায়ক কখনোই দাদা-বৌদির বিচ্ছেদ নিয়ে কথা বলেননি।
কিছুদিন আগে প্রথমবার ইটিভি ভারতের তরফের সাক্ষাৎকারে মুখ খোলেন অভিনেতা। এই সাক্ষাৎকারে সায়ক বলেছেন, “সুস্মিতা তো আগে আমার বন্ধু এবং সহকর্মী। পরে আমার বৌদি হয়েছে। ওর সঙ্গে বন্ধুত্বটা অন্যরকম। এতদিন অনেকেই আমাকে ওদের নিয়ে অনেক কথা জানতে চেয়েছে। আমি চুপ থেকেছি। আমি ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে কিন্তু ঠিক হল না তো কিছুই। ভেঙেই গেল সম্পর্কটা। দুজনে একসঙ্গে খারাপ থাকার থেকে আলাদা থেকে ভালো থাকাটা খুব জরুরি। দিনের শেষে আমাদের ভালো থাকাটাই আগে দরকার। তাই ওরা আলাদা হয়ে যদি ভালো থাকে থাকুক।”