প্রজাতন্ত্র দিবসের দিন ২০২৫ সালের পদ্ম-সম্মান তালিকা প্রকাশ পেল। আর এই তালিকায় রয়েছেন বাংলার দুই তারকা। মমতা শঙ্কর ও অরিজিৎ সিং। যা আমাদের বাঙালিদের জন্য গর্বের বিষয়।
তালিকায় নিজের নাম দেখে বিশ্বাসই করতে পারছেন না অভিনেত্রী মমতা শঙ্কর। হিন্দুস্তান টাইমস বাংলার তরফে থেকে অভিনেত্রীর সাথে যোগাযোগ করা হয়েছিল। এই সংবাদমাধ্যমের কাছে অভিনেত্রী জানিয়েছেন, ‘আমি যেন এখনও বিশ্বাস করতে পারছি না ব্যাপারটা। কারণ কখনো ভাবিনি এরকম অ্যাওয়ার্ড পাব। মনে হচ্ছে আমি আদৌ যোগ্য তো এই সম্মানটা পাওয়ার! আজ যারা আমার পাশে নেই, আমার বাবা মা, সত্যজিৎ রায়, মৃণালদা, ঋতুপর্ণ, রাজা মিত্র, এদের সবার সবার কথা মনে পড়ছে। ওঁরা হয়তো আগে থেকেই খবর পেয়ে গিয়েছিলেন। এঁদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। জানি না কারও নাম বলতে ভুলে গেলাম নাকি, কিন্তু সকলের প্রতি কৃতজ্ঞ আমি।’
অভিনেত্রী আরও জানান, ‘আমি সবার প্রথমে ধন্যবাদ দিচ্ছি সত্যসাঁই বাবা, আমার বাবা-মা ও এই কমিটির যাঁরা মনে করেছেন আমি এই পুরস্কারের যোগ্য। সঙ্গে পুরো পৃথিবীতে যারা আমার কাজ দেখেছেন, বা কাজ দেখেননি, আমার কাজ যারা ভালোবেসেছেন, যারা বাসেননি, আমাকে যারা ভালোবাসেন, যারা বাসেন না, সকলকে ধন্যবাদ জানাতে চাই। আমি আরও ভালো ভালো কাজ করে সবার মন জয় করব ঠিক ভবিষ্যতে। আরও পরিশ্রম করব।’
‘সুত্রঃ https: // bangla . hindustantimes.com / entertainment / exclusive-mamata-shankars-reaction-after-getting-padmashree-2025-i-dont-know-if-i-deserve-this-31737823098792.html