‘এখন আফসোস হয়…জানি না কেন আমায় ডাকা হয় না…’, মুখ খুললেন অভিনেত্রী রুকমা রায়

অভিনেত্রী রুকমা রায়

অভিনেত্রী রুকমা রায়, বাংলা টেলিভিশনের দর্শকের কাছে তিনি আজও দেশের মাটি ধারাবাহিকের মাম্পি হিসাবেই পরিচিত। এখন ‘কিরনমালা’, ‘দেশের মাটি’, ‘লালকুঠি’ র মতো জনপ্রিয় ধারাবাহিকের নায়িকা হয়ে পর্দায় রাজ করতেন। তবে আজকাল সেভাবে ছোটপর্দায় তাকে দেখা যায় না।

জি-বাংলার নতুন চ্যানেলের নতুন কাজ নিয়ে ফিরছে রুকমা। বহুবছর পর ছোটপর্দায় তার কামব্যাক। সম্প্রতি কাজ নিয়ে এই সময়ের এক সাক্ষাৎকারে ধরা দিলেন অভিনেত্রী।

এই সময়ের তরফ থেকে অভিনেত্রীর কাছে প্রশ্ন রাখা হয় ১০ বছর ইন্ডাস্ট্রিতে কাজ করেও কেন তেমন ভবে বড়পর্দায় সুযোগ নেই তার। এই প্রসঙ্গে রুকমা বলেন, “অভিযোগ করব না, তবে অভিমান তো আছে। আমি ঠিক জানি না কেন বড় পর্দায় আমাকে কাস্ট করা হয় না। হয়তো আমার মধ্যে কোনও খামতি আছে। চেষ্টার তো কোনও অন্ত রাখিনি। নিজেকে অনবরত ভেঙেছি। কোনও চরিত্র করতেই আমার কোনও সমস্যা নেই। ছোট পর্দায় নিজেকে প্রমাণ করেছি বললেই চলে। ভেবেছিলাম বিভিন্ন রকমের চরিত্র অফার করা হবে আমায়।কিন্তু তেমনটা তো হয়নি। আসলে আমার মনে হয় আমার পিআর খুব স্ট্রং নয়। যেটুকু করেছি, এই ভাবেই তো করেছি। ইন্ডাস্ট্রিতে আমাকে সকলেই ভীষণ ভালোবাসেন। সবার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক বেশ ভালো। কিন্তু তার পরেও বড় পর্দায় কাজের ক্ষেত্রে আমার ডাক আসে না। আমার পরিবারে কখনও কেউ অভিনয়ের ধারপাশ দিয়ে যায়নি। হতে পারে সেই ব্যাকআপটা নেই তাই।”

পর্দার নায়িকা হয়েও মাঝে পার্শ্বচরিত্রে অভিনয় করার প্রসঙ্গে রুকমা জানান, “আমি না বলতে পারি না। সেই কারণেই চরিত্রের অফার পেয়ে রাজি হয়ে গিয়েছিলাম। তবে সেটা ভুল ছিল, এখন আফসোস হয়। মনে হয় আরও কিছু ভালো চরিত্র পাওয়ার জন্য আমার আরেকটু অপেক্ষা করা উচিত ছিল।”

সুত্রঃ https://eisamay . com/entertainment/rukma-roy-is-returning-to-the-small-screen-after-a-one-year-hiatus/200406480.cms