অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্যায় আজ বিনোদন জগতের এক জনপ্রিয় মুখ। একটা সময় শুধুমাত্র ছোটপর্দায় দেখা যেত তাকে। কিন্তু তার সাবলীল অভিনয় শুধুমাত্র ছোটপর্দায় তাকে আটকে রাখতে পারেনি। সিনেমা, ওয়েব সিরিজের পাশাপাশি ছোটপর্দায়ও চুটিয়ে কাজ করছে এই অভিনেত্রী।
ছোটপর্দার কথাই যদি বলা হয়, তাহলে বলতে হয় একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন স্নেহা। তাকে শেষবারের মতন ‘লালকুঠি’ ধারাবাহিকে দেখা গিয়েছে। পঞ্চমী ধারাবাহিকে খুব অল্প সময়ের জন্য ছিলেন এই অভিনেত্রী। তার সবচেয়ে প্রশংসিত চরিত্র ছিল ‘জল নূপুর’ সিরিয়ালে ভূমিসূতা বসুমল্লিকের চরিত্রটা। এই চরিত্রটি তার ক্যারিয়ারের গ্রাফ পাল্টে দেয়।
সদ্য তার নতুন ধারাবাহিক আসতে চলেছে। সেখানে প্রধান চরিত্রে তাকে দেখা যাবে। কিন্তু এত বছর ইন্ডাস্ট্রিতে থেকে মুখ্য চরিত্র পেতে এত দেরী কেন? নায়িকা হওয়ার সব গুণ থাকা সত্ত্বেও কেন বছরের পর বছর স্নেহা শুধু পার্শ্বচরিত্রেই অভিনয় করে গেলেন?
এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারের কাছে মুখ খুলতে দেখা গেল তাকে। তিনি জানান, “আমার লক্ষ্য ছিল একমাত্র অভিনয় করা। আমি সবসময় ভেবে এসেছি ভালো কাজ করব। সেটা নায়িকা হলেও ঠিক আছে নাইলে অভিনয়টা জরুরী। আমার কখনোই নায়িকা হওয়ার লোভ ছিল না”।